হাটহাজারীতে কাঠ জব্দ

51

হাটহাজারী পৌরসভার ১১ মাইল এলাকার বন বিভাগের রিজার্ভ ফরেস্ট বিটের অদুরে নিয়মনীতি উপপেক্ষা করে নির্মিত ‘মেসার্স শেরে বাংলা’ নামে এক ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ইটের ভাটায় কাঠ পোড়ানো নিষিদ্ধ থাকার পরও বনের কাঠ ব্যবহার করায় একটি প্রতিষ্ঠানে সংগ্রহিত আনুমানিক ৫হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়। এসব কাঠের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। এছাড়া ওই ইট ভাটার মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গত ৬ এপ্রিল দুপুরে পরিচালিত উক্ত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী ১১ মাইল চেক স্টেশন অফিসার মো. আবদুল হামিদ ও থানা পুলিশের সদস্যবৃন্দ। ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন-২০১৩ এর ধারা-৬ এ বলা আছে, ইট ভাটায় জ্বালানি কাঠের ব্যবহার নিষিদ্ধ। এরপরও পরিবেশ ধ্বংস করে মেসার্স শেরে বাংলা নামে ওই ইট ভাটায় কাঠের ব্যবহার অব্যাহত রেখেছে। তাই ওই ইটের ভাটায় অভিযান চালিয়েং ৫০০০ ঘনফুট কাঠ জব্দ করা হয় এবং জব্দকৃত কাঠ ১১মাইল ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় ভ্রাম্যমান আদালত পরিচালাকারী ইউএনও রুহুল আমিন।