স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর ইন্তেকাল

107

প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ঋণঁইয়া জুয়েল জানান।
তিনি বলেন, প্রচন্ড শ্বাসকষ্ট থাকায় সোমবার দুপুরে বাবুকে প্রথমে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাত দেড়টায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল মঙ্গলবার ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়।
৫১ বছর বয়সী শফিউল বারী বাবু স্ত্রী, ছোট এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বাবু জাতীয়বাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
লক্ষীপুরের রামগতিতে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবুকে দাফন করা হবে।
স্বেচ্ছাসেবক দল তার সংগঠনের সভাপতির মৃত্যুতে সারাদেশের জেলা, মহানগর, থানা, উপজেলা ও পৌরসভায় গতকাল মঙ্গলবার খতমে কোরআন ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।