সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারীর ওরশ উপলক্ষে মোটরসাইকেল র‌্যালি

87

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্নিক সাধক ও বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা ত্বরিকা-ই-মাইজভান্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.)”র ১১৩তম উরস শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার উদ্যোগে রাউজানে এক বিশাল বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালি বের করা হয়। গত ১৯ জানুয়ারি উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা দরগাহ বাজারে কয়েক হাজার মোটরসাইকেল, মিনি ট্রাক, পিক আপ, সিএনজি অটোরিক্সা নিয়ে এ মোটর র‌্যালিতে অংশগ্রহণ করেন হাজার মাইজভান্ডারী আশেক ভক্ত ও গোলামরা। র‌্যালি চলাকালীন সময়ে সড়কের দুইপাশে শত মানুষ দাঁড়িয়ে র‌্যালিকে স্বাগত জানান। বর্ণাঢ্য মোটর র‌্যালিটি উত্তর সর্তা দরগাহ বাজার থেকে শুরু হয়ে রাউজানের ডাবুয়া, রাউজান উপজেলা সদর, ফকির হাট, মুন্সির ঘাট, জলিল নগর বাস স্টেশন হয়ে হাফেজ বজলুর রহমান সড়ক দিয়ে রাউজান ইউনিয়ন, কদলপুর, পাহাড়তলী চৌমুহনী হয়ে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক, নোয়াপাড়া পথের হাট, নোয়াপাড়া, শফিকুল ইসলাম চৌধুরী বেবী সড়ক হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে গহিরা এ.জে ওয়াই এম এস বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসে জোহরের নামাজ আদায় করে সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। পরে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সভাপতি জাকের হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউছুপ আলীরর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি ছিলেন রাউজান পৌর প্যানেল মেয়র আলহাজ বশির উদ্দিন খান, রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম সম্পাদক মো. ইসমাইল, সচিব, কেন্দ্রীয় পরিষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী, গহিরা কলেজের সাবেক অধ্যক্ষ ন্ডুরুচ্ছাপা, মো. মঞ্জুরুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর শওকত হাসান চৌধুরী ও মীর মনসুর আলম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি শাখার সহ-সভাপতি মো. মনছুর উদ্দিন, সেলিমুল হক রুবেল, যুগ্ন সম্পাদক লোকমান হাকিম সওদাগর, সৈয়দ ইউছুপ আমিন, তাঁজ উদ্দিন খান সোলায়মান, রাশেদ তালুকদার, নির্বাহী সদস্য শফিউল আলম, জাহাঙ্গীর আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাদিকজ্জমান সফি, মামুন মিয়া, অর্থ সম্পাদক মোরশেদ আলম, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, তৌফিকুল ইসলাম, হাসান মুরাদ রাজু, নুরুন্নবী, আবু আহম্মদ, ইসমাইল হোসাইন, নুর মোহাম্মদ, জেবর মুল্লূক, কাজী আসলাম, জাফর উল্লাহ্ চৌধুরী, পঙ্কজ বড়ুয়া, জামাল উদ্দিন, মাওলানা মহিম উদ্দিন প্রমুখ। শেষ মিলাদ কিয়াম ও মোনাজাত করেন মাওলানা একে এম বেলাল হোসাইন ও মাওলানা তরিকুল ইসলাম। সভায় বক্তারা আগামি ২৩ জানুয়ারি মহান ১০ মাঘ গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.)’র উরস শরীফে দাওয়াত দিয়ে মাইজভান্ডার দরবার শরীফে উপস্থিত হয়ে গাউসুল আযম মাইজভান্ডারী রুহানি ফয়েজ হাসিল করার আহবান জানান।