সুমধুর কোরআন তেলাওয়াতে মুগ্ধতা

107

তা’লীমুল কোরআন কমপ্লেক্স চট্টগ্রামের ব্যবস্থাপনায় গতকাল শনিবার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশ-এর উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সেগুনবাগান তা’লীমুল কোরআন কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব।
বাদ জোহর থেকে শুরু হওয়া কেরাত সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান কারীগণসহ অসংখ্য প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার কারীগণ তেলাওয়াত করেন। তাদের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত অনুপ্রাণিত করেছে হাজারো ধর্মপ্রাণ মানুষকে।
কেরাত সম্মেলনে বিশেষভাবে আমন্ত্রিত আন্তর্জাতিক কারীগণের মধ্যে তেলাওয়াত করেন তানজানিয়ার শায়খ কারী রেজা আইয়ুব, ইরানের শায়খ কারী ড. হামেদ শাকের নাজাদ, মিশরের শায়খ কারী ইয়াহয়া শারকাভী, শায়খ কারী আমর আদ্ দিমারিচি ও লন্ডনের শায়খ কারী আইয়ুব আসিফ।
অনুষ্ঠানের সভাপতি, আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব মহান আল্লাহর শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা আল্লাহর অসীম রহমতে প্রতি বছরের ন্যায় এই বছরও দেশব্যাপী অসংখ্য আন্তর্জাতিক কেরাত সম্মেলন সফলভাবে করতে সক্ষম হয়েছি। আপনাদের সার্বিক সহযোগিতা, কোরআনের প্রতি আপনাদের ভালবাসা ও কোরআন শুনতে হাজারো ধর্মপ্রাণ মানুষের উচ্ছ্বাস আমাদেরকে অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ, আগামীতেও আমরা আপনাদেরকে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত উপহার দিতে বিশ^সেরা কারী সাহেবগণের পদধূলিতে এই দেশ ও জাতিকে ধন্য করতে আপনাদের দোয়া কামনা করছি।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাবেক পৌর মেয়র ও দৈনিক পূর্বদেশ-এর জিএম কামরুল ইসলাম হোসাইনী, কেরাত সম্মেলনের স্পন্সর আরব বাংলাদেশ ওভারসিজ এন্ড হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ এমএ তাহের, শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিল চৌধুরী, মদিনা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির পাটোয়ারী, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা কারী মুবিনুল হক, অধ্যক্ষ মাওলানা ইউসুফ ছানুভী, মাওলানা মুঈনুদ্দিন রুহী, কারী আব্দুল ওয়াদুদ-সোনালী ব্যাংক, মাওলানা হাজী মোজ্জামেলুল হক, মুফতি হুমায়ুন কবির খালভী, মাওলানা শামসুল হক, ইঞ্জিনিয়ার কারী ইমরানুল হক, মাওলানা তৈয়ব তাওহীদি, মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মুফতি এমদাদুল্লাহ কাসেমী, মুফতি আনিসুর রহমান, মুফতি মুরশেদুল আলম, মুফতি নুর মুহাম্মদ প্রমূখ।
পরে আখেরি মোনাজাতের মাধ্যমে আন্তর্জাতিক কেরাত সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি