সীতাকুন্ডে ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

43

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুষ্ঠ ও সুন্দরভাবে ভোট গ্রহনের লক্ষ্যে সীতাকুন্ডে প্রিজাইডিং, সহকার প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার নির্বাচনি প্রশিক্ষণ ইন্সিটিউটের আয়োজনে পৌরসদরস্থ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সীতাকুন্ডের ৮২ টি নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালনে ৮২জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ৫৫১জন এবং ১১০২জন পোলিং অফিসার এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন। প্রশিক্ষণকালে ভোটগ্রহন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আইনানুগ আচরনসহ ১১টি বিষয়ের উপর আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মিল্টন রায়, চট্টগ্রাম (উত্তর) এডিশনাল এসপি মশিউদৌলা রেজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত) মশিউজ্জামান, সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফ হোসেন প্রমুখ। কর্মশালা চলাকালে উপস্থিত প্রশিক্ষকরা বলেন, এবারের নির্বাচন দেশ ও জনগনের ভাগ্য উন্নয়নের সাথে সম্পৃক্ত একটি নির্বাচন। তাই অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে আপনাদের সবাইকে সর্তক থাকতে হবে। নির্বাচনকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে, ভোট কেন্দ্র ও আপনাদের সুরক্ষায় সর্বদা সচেষ্ট থাকবে পুলিশ, র‌্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীসহ পাঁচস্তরের নিরাপত্তাবলয় তৈরী করা হবে।