সিরিয়ায় বেসামরিকদের মধ্যে লুকিয়ে আইএসের জঙ্গিরা

26

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শেষ ঘাঁটিতে অভিযান চালাচ্ছেন যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান যোদ্ধারা। তবে সেখানে আত্মরক্ষার ঢাল হিসেবে বেসামরিকদের ব্যবহার করছে আইএস। এতে অভিযানে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)।
এসডিএফের মুখপাত্র মুস্তাফা বালি বলেন, অভিযানস্থলে কিছু সংখ্যাক বেসামরিক নাগরিক থাকার কারণে অভিযানের গতি বিছুটা কমানো হয়েছে। তবে সোমবার টুইট বার্তায় মুস্তাফা বালি জানিয়েছেন, দেশের বাঘোজ শহরে আইএসের বিরুদ্ধে চলা অভিযান শিগগির শেষ হবে। দুই সপ্তাহ বিরতির পর ২ মার্চ থেকে জঙ্গিদের বিরুদ্ধে পুনরায় অভিযান শুরু করে এসডিএফ। মূলত বেসামরিকদের অন্যত্র সরিয়ে নিতেই বিরতি দেওয়া হয়েছিল। এই অভিযান সফল হলে সিরিয়া ও ইরাকের বিস্তৃত অঞ্চলজুড়ে আইএসআইয়ের স্ব-ঘোষিত ইসলামী খেলাফতের সমাপ্তি হবে।