সিরিয়ায় তেল না গেলে ছেড়ে দেওয়া হবে ইরানি ট্যাংকার : যুক্তরাজ্য

30

জিব্রাল্টার উপকূলে আটক ইরানের তেল ট্যাংকার ছেড়ে দিতে শর্তারোপ করেছে যুক্তরাজ্য। আর তা হচ্ছে, ট্যাংকারটি সিরিয়ায় যাবে না এমন নিশ্চয়তা দিতে হবে ইরানকে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট শনিবার এক ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফকে একথা জানান।
হান্ট বলেন, ‘আমরা তেল কোথা থেকে আসছে তা নিয়ে নয় বরং তেল কোথায় যাচ্ছে তা নিয়ে সবসময় চিন্তিত ছিলাম। এই তেল সিরিয়ায় যাবে না এমন গ্যারান্টি পেয়ে গেলেই যুক্তরাজ্য ট্যাংকার ছেড়ে দেবে।’ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় থাকা সিরিয়ার একটি শোধনাগারের জন্য তেল নিয়ে যাচ্ছে সন্দেহে গত ৪ জুলাই জিব্রাল্টার উপক‚ল থেকে ব্রিটিশ রাজকীয় মেরিনের সহায়তায় জব্দ হয় ইরানি ট্যাংকার গ্রেস ১ ।
ইরানি এ ট্যাংকার জব্দের ঘটনায় তেহরান কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। এ ঘটনাকে দস্যুবৃত্তি আখ্যা দিয়ে শিগগিরই গ্রেস ১-কে ছেড়ে না দিলে পাল্টা ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারিও দিয়েছে তারা। ইরানি কয়েকটি বোট ব্রিটিশ একটি তেল ট্যাংকারকে বাধা দেওয়ার চেষ্টা করেছে বলেও গত ১১ জুলাই অভিযোগ করেছে যুক্তরাজ্য।
জিব্রাল্টার পুলিশ তেলবাহী ওই সুপার ট্যাংকারটির ক্যাপ্টেন ও প্রধান কর্মকর্তাকে গ্রেপ্তার করেছিল। শুক্রবার দিনের প্রথমভাগে তারা ট্যাংকারটির আরো দুইজনকে আটকের কথা জানালেও কয়েক ঘণ্টা পর ৪ জনকেই ছেড়ে দিয়েছে। এরপর শনিবারেই এক টুইটে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে ফলপ্রসূ আলোচনা হওয়ার কথা জানান। তিনি বলেন, জারিফ তাকে জানিয়েছেন ইরান সমস্যাটির সমাধান চায় এবং উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়।
যদিও জারিফ এও বলেছেন যে, ইরান যে কোনো পরিস্থিতিতেই তেল রপ্তানি চালিয়ে যাবে। হান্ট এর সঙ্গে ফোনালাপের পর এক বিবৃতিতে জারিফ বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরে একটি বৈধ গন্তব্যেই যাচ্ছিল তেল ট্যাংকারটি। যুক্তরাজ্যের উচিত দ্রূত সেটি ছেড়ে দেওয়া। বিডিনিউজ