সাতকানিয়ায় চার বসতঘর ভস্মীভূত

14

সাতকানিয়ায় চার বসতঘর ভস্মীভ‚ত হয়েছে। এসময় নারীসহ আহত হয়েছেন ৩ জন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তাঁতী পাড়ায় এ ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানান ক্ষতিগ্রস্তরা।
জানা যায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে মোহাম্মদ মঞ্জুর আলম, মো. এহছান, মো. আবছার উদ্দিন ও বদিউল আলমের বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল মিলে আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহতরা হলেন মো. শাহরিয়া (১৪), মো. আবদুর রহিম (৩৮) ও মো. এমরান চৌধুরী।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরের বাসিন্দা রশিদা বেগম জানান, মো. আবছার উদ্দিনের বসতঘর হতে রাতে বৈদ্যুতিক গোলযোগের কারণে সৃষ্ট আগুন মুহূর্তের মধ্যে সকল টিনসেড সেমিপাকা ও টিনশেড মাটির বাড়িতে ছড়িয়ে পড়ে।
সোনাকানিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সদস্য আবদুল কাদের বলেন, অগ্নিকান্ডে চার বাড়ির স্বর্ণ, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।