সাতকানিয়ায় অগ্নিকান্ডে ১৩ ঘর পুড়ে ছাই

45

সাতকানিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতির পরিমাণ অন্ততঃ অর্ধকোটি টাকা। গতকাল রবিবার ভোর রাতে উপজেলার চরতী ইউনিয়নের উত্তর ব্রাক্ষণডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে ১৩টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গেলেও তারা পৌঁছার পূর্বেই আগুনের লেলীহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় ১৩ পবিরারের সদস্যদের থাকার একমাত্র অবলম্বন।
অগ্নিকান্ডের বিষয়টি চরতী ইউনিয়নের চেয়ারম্যান ডা. রেজাউল করিম নিশ্চিত করেছেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন আলী নবী, খুরশিদা আক্তার, সামসুল আলম, মুন্নি আক্তার, আলমগীর, আব্দুর রহিম, লেদু মিয়া, আইয়ুব আলী,
মোহাম্মদ রহিম, নাছিমা আক্তার, ছমুদা খাতুন, আলি হোসেন ও মোহাম্মদ শাহজাহান।
চেয়ারম্যান রেজাউল করিম জানান, রবিবার ভোর রাত আনুমানিক তিনটার সময় মানুষ যখন গভীর ঘুমে তখনই বসতঘরসমূহে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরের বাসিন্দারা কোনোরকমে বের হতে পারলেও ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্ততঃ অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।