সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা বিশাল

30

সাংবাদিকদের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর এক মতবিনিময় সভা গত মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।
যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি অনিন্দ্য টিটো।
অতিথির বক্তব্যে সাবেক প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, আমাদের অগ্রজ নেতৃবৃন্দ যেসকল ভালো কাজগুলো করেছেন, সেগুলো গ্রহণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে আমাদের এই চট্টগ্রামে। চট্টগ্রামের উন্নয়ন করতে পারলে দেশের উন্নয়ন অবধারিত। তাই অপার সম্ভাবনার এই চট্টগ্রামকে সবাই মিলে স্বপ্নের চট্টগ্রাম করা সম্ভব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে নিছার উদ্দিন আহমেদ বলেন, তিনি ব্রিটিশ বিরোধী কবিতা লিখতেন। লেখনীর মাধ্যম এতই শক্তিশালী যে, এর মাধ্যমে একটি দেশ ও জাতিকে উজ্জীবিত করা সম্ভব। দেশের ক্রান্তিকালে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকাও কম নয়। তাই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, ড. নিছার উদ্দিন আহমেদ একজন প্রগতিশীল মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিতপ্রাণ অগ্রসৈনিক। ক্রীড়াঙ্গণ, শিক্ষাক্ষেত্র, রাজনীতি, ব্যবসা, সমাজসেবাসহ নানা ক্ষেত্রে তার বিচরণ লক্ষ্যণীয়। সফল রাজনীতিবিদ হিসেবে নির্বাচিত কাউন্সিলর ছাড়াও প্যানেল মেয়রের দায়িত্ব পালনের ক্ষেত্রেও সফলতা দেখিয়েছেন। ড. নিছার উদ্দিন আহমেদ ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন প্রেস ক্লাব সভাপতি।
অনুষ্ঠানে অতিথিকে ফুল দিয়ে বরণ করার পর সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। মতবিনিময় সভায় ক্লাবের গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য স ম ইব্রাহীম, ক্লাবের প্রবীণ সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত, জেড এম এনায়েত উল্লাহ, তমাল চৌধুরী, নুরুল আমিন, দেবপ্রসাদ দাস দেবু, পংকজ দস্তিদার, আফজল রহিম সিদ্দিকী, প্রভাত বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, সিরাজুল করিম মানিক, মুস্তফা নঈম, প্রদীপ নন্দী, রনজিত কুমার দে, বিপুল বড়ুয়া, কুতুব উদ্দিন চৌধুরী, গোলাম সরওয়ার, বাবুল চৌধুরী, বশির আহমদ, সৈয়দ খালেদ হায়াৎ, শিশির বড়ুয়া, আলমগীর সবুজ, আবুল হাসনাত, সান্টু কুমার দাশ, প্রণব বড়ুয়া অর্ণব, সবুর শুভ, ফারুক তাহের, মান্নান মেহেদি, সোহেল সরোয়ার, সাইদুল আজাদ, মো. ফরিদ উদ্দিন, মাসুদুল হকসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।