এমবাপের ইতিহাস, বড় জয়ে শিরোপার দ্বারপ্রান্তে পিএসজি

3

স্পোর্টস ডেস্ক

কিলিয়ান এমবাপের ইতিহাস গড়ার ম্যাচে ফরাসি লিগ ওয়ানের শিরোপার একেবারে কাছাকাছি চলে এসেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এমবাপের জোড়া গোলে এই ম্যাচে লোরিয়াঁকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। প্যারিসের ক্লাবটি যদি এবার শিরোপা জিততে পারলে এটি হবে লিগের ইতিহাসে সর্বোচ্চ ১২তম শিরোপা। লোরিয়াঁকে হারিয়েই শিরোপা জয়ের উৎযাপন শুরু করতে পারতো পিএসজি। কিন্তু দিনের অপর ম্যাচে টেবিলের নিকটতম প্রতিদ্ব›দ্বী মোনাকো জয় পাওয়ায় পিএসজির ১২তম শিরোপা জয়ের অপেক্ষা কিছুটা বেড়েছে। এই ম্যাচে লিলেকে ১-০ গোলে হারিয়েছে মোনাকো। রোমাঞ্চকর এই রাতে ফরাসি ক্লাব ফুটবলে ইতিহাস লিখেছেন এমবাপে। কোনো ক্লাবের হয়ে ইতিহাসের সর্বোচ্চ ২৫৫ গোলের রেকর্ড করেছেন ফরাসি বিশ্বকাপজয়ী এই তারকা। এর আগে দেশটির ক্লাব ফুটবলে ২৫৩ গোল করেছিলেন রজার কর্তোয়া। ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের নিচ থেকে দ্বিতীয়স্থানে আছে লোরিয়াঁ।