শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ

45

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে গতকাল ব্যাপক কর্মসূচি আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, শত প্রতিক‚লতা আর জীবনবিনাশী ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের সাথে তালমিলিয়ে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
উত্তর জেলা আওয়ামী লীগ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেকমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি বলেন, শেখ হাসিনা শত প্রতিকূলতা আর জীবন বিনাশী ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিশ্বের সাথে তালমিলিয়ে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্বের ২০টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সবার শীর্ষে। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। সন্ত্রাস-জঙ্গীবাদ ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে শেখ হাসিনার ভূমিকা আন্তর্জাতিভাবে প্রশংসিত হয়েছে। সমকালীন বিশ্বে শেখ হাসিনা আজ আলোচিত এক রাষ্ট্রনায়ক। তাঁর নির্দেশে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার মধ্যদিয়ে দেশ সুশাসন নিশ্চিত করা হবে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম। এতে অংশ নেন সহসভাপতি এড. ফখরুদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী, কোষাধ্যক্ষ এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, ডা. শেখ শফিউল আজম, এটিএম পেয়ারুল ইসলাম, স্বজন কুমার তালুকদার, মহিউদ্দিন বাবলু, জসিম উদ্দিন শাহ, বেদারুল আলম চৌধুরী বেদার, ভবতোষ নাথ, মহিউদ্দিন রাশেদ, মঞ্জুরুল আলম মঞ্জু, ডা. মো. মোস্তাফা, ফোরকান উদ্দিন, জাফর আহমেদ, এসএম শফিউল আলম, নজরুল ইসলাম তালুকদার, শাহনেওয়াজ চৌধুরী, সৈয়দ মো. বাকের, মো. মুজিবুল হক, উপদেষ্টা এড. এমএ নাসের চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ সহসম্পাদক সেলিম উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদিকা এড. বাসন্তী প্রভা পালিত, কেন্দ্রীয় যুবলীগ সদস্য রাশেদ খান মেনন, শেখ ফরিদ চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি তানভির হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
সভার আগে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিটি বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ নুরী।
মহানগর আওয়ামী লীগ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিসত্তার বাতিঘর। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে আলোকিত করেছেন। আমাদেরকে দারিদ্রের অভিশাপ থেকে মুক্তি দিতে তিনি সবাইকে আত্মনির্ভরশীল হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার যে শিখা প্রজ্জ্বালন করেছেন তার ফলে জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। দেশের এ উন্নয়নের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে।
নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সিটি মেয়র এসব কথা বলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, যারা রাজনীতিকে ব্যবহার করে ফায়দা লুটতে চায়, তারা কখনো দলের আদর্শিক কর্মী হতে পারে না। বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ কর্মীনির্ভর দল। এ দলের পরীক্ষিত নেতাকর্মীরা অনেক চড়াই-উতরাই পেরিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন।
তিনি দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে পরীক্ষিত নেতাকর্মীদের সজাগ থাকার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম. জহুরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, এমএ রশিদ, উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, সম্পাদকমন্ডলীর সদস্য জালাল উদ্দিন ইকবাল, থানা আওয়ামী লীগের হাজী মো. ইয়াকুব, ফিরোজ আহমদ, আবু তাহের, মো. ইলিয়াছ, ওয়ার্ড আওয়ামী লীগের আলী বক্স, শফিউল আলম, শেখ সরওয়ারর্দী, এড. আইয়ুব খান, গিয়াস উদ্দিন জুয়েল, আকবর আলী আকাশ। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সৈয়দ হাসান মাহমুদ শমশের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, জহুর আহমদ, মাহবুবুল হক মিয়া, জোবাইরা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, আবু তাহের, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, শহীদুল আলম, কার্যনির্বাহী সদস্য এমএ জাফর, আবুল মনসুর, নুরুল আবছার মিয়া, সৈয়দ আমিনুল হক, নুরুল আলম, গাজী শফিউল আজিম, এড. কামাল উদ্দিন আহমেদ, কামরুল হাসান বুলু, বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, জাফর আলম চৌধুরী, মোহব্বত আলী খান, ড. নিছার উদ্দিন আহমদ মনজু, বেলাল আহমদ, মোরশেদ আক্তার চৌধুরী, থানা আওয়ামী লীগের ফয়েজ আহমদ, শফিকুল ইসলাম, মো. ইসহাক, হারুনুর রশিদ, কাজী আলতাফ হোসেন, আবদুল হালিম, এএসএম ইসলাম প্রমুখ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেটস্থ মসজিদের পেশ ইমাম ফজল কবির।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ :
আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, গণতন্ত্র হত্যার রাজনীতি শুরু এবং জনগণের রায় ছাড়া বন্দুকের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন মেজর জিয়া। গণতন্ত্র হত্যাকারীদের এদেশের জনগণ ক্ষমা করবে না। স্বৈরশাসকের শাসনামলে জননেত্রী শেখ হাসিনা রাজনীতিতে আসেন। জননেত্রী শেখ হাসিনা অগণতান্ত্রিক ধারার উত্থান রুখে দেন। শেখ হাসিনার সাহস ও দৃঢ়তায় সাংবিধানিক ধারা অক্ষুন্ন রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চল।
তিনি বলেন, শান্তির অগ্রদূত, উন্নয়নের রোল মডেল ও বিশ্বনেত্রী হিসেবে বিশ্ব সমাজে প্রশংসিত শেখ হাসিনা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মাকান্ডের কারণে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দাবি রাখেন তিনি। শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। বাংলার সাধারণ মানুষের আস্তা ও ভালবাসার প্রতীক শেখ হাসিনা দীর্ঘজীবী হোক।
চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কারিগর জননেত্রী শেখ হাসিনা দলকে সংগঠিত করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় দলকে অধিষ্ঠিত করে জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য আনতে সক্ষম হয়েছেন। একজন সৎ, ধার্মিক, পরিশ্রমী, নির্লোভ, বহুমাত্রিক গুনের অধিকারী দেশপ্রেমিক হিসাবে নিজকে উৎসর্গ করে জনগণের কল্যাণে নিজের রাজনীতিকে পরিচালিত করেছেন। তিনি জনগণের জন্য আশীর্বাদ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এড. এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. মির্জা কছির উদ্দিন, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, সাংগঠনিক সম্পাদক এড. জহির উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, কৃষি বিষয়ক সম্পাদক এড. আবদুর রশিদ, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, বন বিষয়ক সম্পাদক এড. মুজিবুল হক, স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য দেবব্রতা দাশ, চেয়ারম্যান নাছির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, মাহবুবুর রহমান শিবলী, মাহফুজুর রহমান মেরু, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, সাধারণ সম্পাদক চৌধুরী গালিব সাদলী, দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, দক্ষিণ জেলা তাঁতীলীগ আহবায়ক দিদারুল আলম, মহিলা নেত্রী রেহেনা ফেরদৌস, দীপিকা বড়ুয়া, কাজী শারমিন সুমী, এড. পাপড়ী সুলতানা, ববিতা বড়ুয়া, সঞ্চিতা বড়ুয়া, তামান্না সুলতানা, নিলুফার জাহান বেবী, মোমেনা আকতার নয়ন, বিবি জয়নাব, দক্ষিণ জেলা যুব মহিলা লীগ যুগ্ম আহবায়ক এড. কামেলা খানম রূপা, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ সম্পাদক রাশেদুল আরেফিন জিসান, দক্ষিণ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু তাহের, সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ।