শীতের সম্বল

25

গফুর মিয়া ডেকে বলেন খোকারে তুই কই
জলদি সাথে চলরে বাজান রসের হাঁড়ি লই।
খেজুর রস যে পড়ছে আজি ঝরঝরিয়ে খুব
দেখরে বাজান হাঁড়িগুলো রস পুরে টুবটুব।

হাঁড়ির ওপর বসেই আছে মৌমাছি আর ভোমরে
গাছে ওঠেন গফুর মিয়া দড়ি বেঁধে কোমরে।
খোকা আছে এক নজরে ওপর দিকে তাকিয়ে
ভয়ে ভয়ে চোখ দুটোকে কেমন করে পাকিয়ে।

খেজুর রসের গুড় বানিয়ে হাট-বাজারে বেচে
দুটো পয়সা বাড়তি আয়ে মনটা ওঠে নেচে।
এক কুড়ি আঠ খেজুরের গাছ ওর বাগানে আছে
খেজুর গুড়ের দোকান আছে গফুর মিয়ার কাছে।

উনুন জ্বেলে পাকালো সে অনেক স্বাদের গুড়
গুড়ের সুনাম ছড়িয়ে যায় অনেক অনেক দূর।
খেজুরের গুড় বিক্রি করে আনলো কিনে কম্বল
হেসে বলেন খোকনের মা এটা শীতের সম্বল।