‘শিশু-কিশোরদের সুকুমারবৃত্তি জাগ্রত করতে হবে’

40

দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ও সাউথইস্ট ব্যাংকের পৃষ্টপোষকতায় ‘গেম অফ লজিক’ আন্তঃস্কুল এশিয়ান পার্লামেন্টারী ডিবেট কম্পিটেশন ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপি চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে উৎসব মুখর পরিবেশে সারাদেশের ১৬টি স্কুলের শতাধিক শিক্ষার্থী ও ৮টি দল অংশগ্রহণ করে।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন। অনুষ্ঠানে অতথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাশেদুল আমিন রাশেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবের শাহ, অর্থ ও দপ্তর সম্পাদক মুন্না মজুমদার, বিতর্ক স¤পাদক রিদোয়ান আলম আদনান, সহ বিতর্ক সম্পাদক রাফিদ ফারহান, উপ দপ্তর সম্পাদক তানভির আল জাবের, উপ বিতর্ক সম্পাদক সুমাইয়া ইসলাম, সাখাওয়াত হোসেন মজুমদার, উপ মিডিয়া এবং কমিউনিকেশন সম্পাদক হোসাইন সামি।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ‘জ্ঞানের দুয়ার উন্মোচনের স্বার্থে পাঠ্যপুস্তক বইয়ের পাতা হতে বর্তমানের শিশু-কিশোরদের বের হয়ে আসতে হবে। তাদের সুকুমারবৃত্তি জাগ্রত করতে, ঐতিহ্য তথা কৃষ্টি স¤পর্কে সচেতন করতে হবে। তিনি বলেন, ইংরেজি বিতর্ক বৈশ্বিক চিন্তা ভাবনা করতে বাধ্য করে। বর্তমান সময়ের পৃথিবীতে লোকাল সিটিজেন হয়ে টিকে থাকে কষ্টসাধ্য, তাই শিক্ষার্থীদের নিজেদের
গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য, ইংরেজি বিতর্ক চর্চা বৃদ্ধির বিকল্প নেই। তিনি দৃষ্টি চট্টগ্রামের প্রশংসা করে বলেন, আগামীর সমাজ বিনির্মাণের জন্য দৃষ্টির এই সকল প্রচেষ্টা সত্যিই প্রশংসার পাবার যোগ্য।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বিজয় বসাক বলেন, আমাদের অনাগত ভবিষ্যতে দেশের সার্বিক নেতৃত্ব দেবে আজকের দিনের বিতার্কিকরা। তাই নিয়মিত বিতর্ক চর্চার মত উদ্যোগগুলো গ্রহণ করা জরুরি। তিনি বিতার্কিক সহ উপস্থিত সবাইকে সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অংশ নিতে আহব্বান জানান।
ব্যাংকার রাশেদুল আমীন রাশেদ বলেন, সমাজে দুই ধরণের মানুষ আছে, যাদের একপক্ষ হচ্ছে ভালোর দিকে, অন্যপক্ষ হচ্ছে খারাপের দিকে। এই ভালো খারাপের পার্থক্য বুঝার জন্য বিতর্কের যুক্তি অনেক বেশি সহায়ক। তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশ নির্মাণে এখন থেকে বিশ্ব বাস্তবতার আলোকে নিজেকে তৈরি করতে আহবান জানিয়ে তিনি বলেন ২০৪১ সালের বাংলাদেশ হবে একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্র।
সভাপতির বক্তব্যে দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল বলেন, সমাজের প্রত্যেকটি মানুষকে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য তথা কৃষ্টি কে বুকের গহীনে লালন করতে হবে, আমাদের প্রত্যেককেই উদ্যমী হতে হবে নিজ নিজ অবস্থান থেকে, তবেই সৃষ্টি হবে আমাদের আগামীর অনাগত উজ্জ্বল ভবিষ্যৎ, গঠিত হবে স্বপ্নের সোনার বাংলা।
‘সাউথইস্ট ব্যাংক-দৃষ্টি গেইম অব লজিক’ শিরোনামে ৯ দিনব্যাপি এই আয়োজনের মধ্যে রয়েছে বিতর্ক কর্মশালা, আন্তঃস্কুল এশিয়ান পার্লামেন্টারী ডিবেট কম্পিটিশন, আন্তঃবিশ্ববিদ্যালয় ব্রিটিশ পার্লামেন্টারী ডিবেট কম্পিটিশন। প্রতিযোগিতায় সারা দেশের ১৬টি স্কুল ও ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। বিজ্ঞপ্তি