শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী

58

রাউজানে গত ১০ জানুয়ারি গহিরা শান্তিরদ্বীপস্থ শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী স্কুলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনে সকাল ১০:০০ ঘটিকা হতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক জনাব মো. আবু তাহের এর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহব্বায়ক মীর মোহাম্মদ সফিউল আলম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ বশির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে-বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোরশেদ আলম, রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিউল আলম, মো. নূরুল মোস্তফা, মো. মনজুরুল ইসলাম চৌধুরী। তাছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মওলানা কাজী হাবিবুল হোসাইন, মওলানা কে.এম বেলাল হোসাইন মাইজভান্ডারী, মাওলানা ক্বারী মোহাম্মাদ আজাদ হোসাইন, শায়ের মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ এর সাধারণ সম্পাদক আলহাজ ওসমান গনি চৌধুরী, মওলানা আল-আমিন, মওলানা সাজ্জাদ হোসাইন। এতে আরো বক্তব্য রাখেন গহিরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা সুলতানা এবং স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শাহাজাদা এসএম এমরানুল হক শাহ্। উক্ত অনুষ্ঠানে দেশবরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সরকারী-বেসরকারী উচ্চপদস্থ কর্মকর্তা, ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণির পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং স্কুলের স্থায়ী কমিটি, উপদেষ্টা কমিটি ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি