শান্তিচুক্তি বাস্তবায়নে আন্দোলন জোরদারের আহব্বান সন্তু লারমার

9

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন জোরদার করার আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। এজন্য ছাত্র, যুবসমাজসহ পাহাড়ি জুম্মগণ সবাইকে প্রস্তুত থাকার আহব্বানও জানান তিনি।
গতকাল শুক্রবার সকালে রাঙামাটি শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজিত পাহাড়ি ছাত্র পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৬তম কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহব্বান জানান সন্তু লারমা।
তিনি বলেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরের প্রায় ২৫ বছর পূর্ণ হতে চলেছে। কিন্তু এতটা বছরে সরকার তা বাস্তবায়ন করেনি। বিপরীতে পার্বত্য চট্টগ্রামের বুকে পাহাড়ি জনগণের ওপর দমন পীড়ন চালাচ্ছে শাসকগোষ্ঠী। এখানে অপারেশন উত্তরণের নামে চলছে সেনাশাসন। উন্নয়নের নামে চলছে জুম্ম জনগণের অস্তিত্ব চিরতরে ধ্বংসের ষড়যন্ত্র। আইনশৃঙ্খলার নামে জুম্মদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। জুম্ম জনগণের অধিকার ভূলুণ্ঠিত করতে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত শাসকগোষ্ঠী। পার্বত্য চট্টগ্রাম থেকে অপারেশন উত্তরণ ও উপদ্রুত এলাকা প্রত্যাহারের কথা থাকলেও তা করা হয়নি। জনসংহতি সমিতির নেতৃত্বকে ধ্বংস করতে অনেক কিছু করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বুকে ইসলামি সম্প্রসারণসহ চলছে সন্ত্রাস ও উগ্র বাঙালি জাতীয়বাদ। পার্বত্য চট্টগ্রামে আজকে আমরা কেউ নিরাপদে ঘুমাতে পারি না। আমাদের ঘুম হারাম করে দিয়েছে শাসকগোষ্ঠী।
পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা হবে কি না- তা স্পষ্ট করতে সরকারকে উদ্দেশ্য করে সন্তু লারমা বলেন, আমরা এখনও আশায় আছি আমাদের দাবি অনুযায়ী সরকার রোডম্যাপ ঘোষণা করে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করবে। আমরা পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন চাই। অন্যথায় জনসংহতি সমিতির নেতৃত্বে জুম্ম জনগণের আন্দোলন থেমে থাকবে না।
পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমন মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ^দ্যিালয়ের অধ্যাপক জুবাইদা নাসরিন কণা, শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী, সাংবাদিক নজরুল কবির, শিক্ষক শিশির চাকমা প্রমুখ।