শহীদ কাজী সাদিক হাসান আন্তর্জাতিক রেটিং উম্মুক্ত দাবায় এন্ট্রি আহবান

12

মহান মুক্তিযুদ্ধের শহীদ কাজী সাদিক হাসান স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ব্যাচ-৮২ এর আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিক রেটিং উম্মুক্ত দাবা প্রতিযোগিতা আগামী ১৯ ডিসেম্বর বিকাল ২ টায় এম.এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। ৭ দিনব্যাপী এ প্রতিযোগিতা ৯ রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের ১ লক্ষ ৫৯ হাজার টাকা প্রাইজমানিসহ ট্রফি প্রদান করা হবে। মোট ২৭ জন দাবাড়–কে পুরস্কৃত করা হবে। বিশ্ব দাবা নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্তৃক স্বীকৃত এই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় দেশি-বিদেশি ১৫০ জন দাবাড়– অংশগ্রহণ করবে। সবার জন্য এই প্রতিযোগিতা উম্মুক্ত। আগ্রহী দাবাড়–দের আগামী ১৭ ডিসেম্বর ২০১৯ইং রাত ৮ টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে। গ্রান্ড মাষ্টার, আন্তর্জাতিক মাস্টার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী ও দৃষ্টি প্রতিবন্ধীদের নিবন্ধন ফি ফ্রি। অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৬ ও মহিলা দাবাড়–দের নিবন্ধন ফি ১০০ টাকা, অন্যান্য সকল দাবাড়–দের নিবন্ধন ফি ২০০ টাকা।
নিবন্ধনের জন্য (১) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি-৮২ এর কার্যালয়, ৪৬০/৮১৯, কে.বি আব্দুস সাত্তার রোড, রহমতগঞ্জ, চট্টগ্রাম, (মোবাইল- ০১৭৬৬-২৯৮১৫৬, ০১৭৮৯-২৭২৭১০), (২) সিজেকেএস অফিস, (৩) অধ্যাপক নোমান আহমেদ সিদ্দীক (মোবাইল- ০১৭৮৯-২৭২৭১০), (৪) প্রকৌশলী এস.এম. তারেক (মোবাইল ০১৮১৫-৬৭৫৭১৩) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।