শরৎ কন্যা

65

আলতা পরে চুপি চুপি আলতা রাঙা পায়
সাদা রঙের পোশাক পরে কোন সে পরি যায়।
ইশারাতে আমায় ডাকে,হাওয়ায় ওড়ে চুল
কানের উপর গুজে রাখে শাদা কাশের ফুল।

রেশম রাঙা পেখম মেলে এদিক ওদিক চায়
ধরতে গেলে যায় পালিয়ে দূরের আকাশটায়।
কখনো সে মেঘের ভেলায় উড়তে থাকে খুব
হাওয়ার তালে ভাসতে থাকে পশ্চিম থেকে পুব।

তার হাসিতে মুখর হয়ে আকাশ সাজে নীল
শীতল হাওয়া দেয় এঁকে দেয় কাশের বনে তিল।
তাইনা দেখে লাজুক মেয়ে হাসিতে খিল খিল
হাওয়ার তালে নদীর পানি আনন্দে ঝিলমিল।

কর্ণফুলি ডেকে বলে কন্যা তুমি কার
ঝিলিমিলি পোশাক তোমার সাদা জরিদার
কোথায় তোমার বাড়ি কন্যা কি গো তোমার নাম
লাজুক হেসে বলে মেয়ে শরৎ কন্যা নাম।