লোহাগাড়ার ইউএনওকে প্রত্যাহার

39

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলামকে প্রত্যাহার করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১৮ মার্চ নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জরুরি ভিত্তিতে এ কর্মকর্তাকে প্রত্যাহার পূর্বক তদস্থলে আর একজন কর্মকর্তাকে পদায়নের নির্দেশনা দেয়া হয়েছে চিঠিতে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন পূর্বদেশকে বলেন, ‘লোহাগাড়ার ইউএনও প্রত্যাহারের বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে।’
সূত্র জানায়, উপজেলা পরিষদের চলমান নির্বাচনী কর্মকান্ডে প্রার্থীদের পক্ষ নেয়ার অভিযোগ ওঠে লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলার ইউএনও’র বিরুদ্ধে। এমন অভিযোগ দুটি পেয়ে নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে। এরমধ্যে চন্দনাইশ ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলেও লোহাগাড়ার ইউএনও’র বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পায় ইসি। এরই প্রেক্ষিতে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। তবে প্রত্যাহারের কারণ ইসির চিঠিতে উল্লেখ করা হয়নি।