লায়ন্স ক্লাব চিটাগাং রোজ ভ্যালীর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

2

 

লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালীর দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান স¤প্রতি লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালীর নিজস্ব সার্ভিস সেন্টার খুলশীর অফিসে প্রাক্তন জেলা গভর্নর লায়ন শাহ আলম বাবুর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ১ম পর্বে ২০২১-২০২২ বর্ষের ক্লাব সভাপতি লায়ন অনিমেষ রায় চৌধুরীর সভাপতিত্বে ২০২১-২০২২ সেবাবর্ষের কার্য বিবরণী উত্থাপন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় ২০২২-২০২৩ সেবাবর্ষের নবনিযুক্ত ক্লাব কর্মকর্তাদের অভিষিক্ত করা হয় এবং ক্লাবের গংবেল হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব অর্পণ করা হয়। ২য় পর্ব ২০২২-২০২৩ সেবাবর্ষের ক্লাব সভাপতি লায়ন মো. আরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কমিটির সেক্রেটারি লায়ন মোহাম্মদ গোলাম কিবরিয়া, ট্রেজারার লায়ন অ্যাডভোকেট কাজী আশরাফুল হক আনসারী, ১ম সহসভাপতি লায়ন ফারাহ বেনজীর আলম, ২য় সহসভাপতি লায়ন খাজা মাঈনুদ্দিন রিগান, ৩য় সহসভাপতি লায়ন অ্যাডভোকেট রোকসানা আক্তার, জয়েন্ট সেক্রেটারি লায়ন তৌফিক ফরহাদ নূর ও লায়ন আলী আশরাফ আসগরি, জয়েন্ট ট্রেজারার লায়ন আবদুল মতিন চাষী, টেমার লায়ন সৈয়দ মো. নজরুল ইসলাম ও টেইল টুইস্টার লায়ন অ্যাডভোকেট বিশ্বজিৎ দাশ। আরো উপস্থিত ছিলেন ক্লাব মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন মো. ওসমান গনি, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন এম শওকতুল ইসলাম, লায়ন শহীদ সরোয়ার ম্যাঙ্মি, লায়ন মো. আবদুল গাফফার চৌধুরী, লায়ন রোকেয়া শিরিন, ক্লাব মার্কেটিং ও কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন রকিব উদ্দীন চৌধুরী, লায়ন আমেনা সুলতানা ডলি, লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন মির্জা মো. মনসুরুল হক, লায়ন খালেদা জেসমিন নূর, ক্লাব পরিচালক লায়ন হাজেরা খাতুন পারভিন ও লায়ন আহসান উল্লা। বিজ্ঞপ্তি