লকডাউনের পর অবশেষে মাঠে ফিরল ক্রিকেট

9

করোনাভাইরাসের কারণে প্রায় আড়াই লকডাউনে থাকার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ক্রিকেট মাঠে ফিরেছেন খেলোয়াড়রা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যক্তিগত অনুশীলন পরিকল্পনায় আওতায় বৃহস্পতিবার প্রথমবারের মতো অনুশীলন করেছেন ইংল্যান্ডের দুই পেসার স্টুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকস। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনের কারণে দুজনকে নামতে হয়েছে দুই মাঠে। ব্রড গিয়েছিলেন নটিংহ্যামের ট্রেন্টব্রিজ ও ওকস নেমেছেন বার্মিংহ্যামের এজবাস্টন স্টেডিয়ামে। স্কাই স্পোর্টসকে ওকস নিশ্চিত করেছেন তার মাঠে ফেরার কথা। ইসিবির এ অভিনব অনুশীলন পরিকল্পনার আওতায় নেয়া হয়েছে ১৮ জন পেসারকে। তাদের ভিন্ন ভিন্ন সময়ে ৭টি ভিন্ন স্টেডিয়ামে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করানো হবে। বোলারদের অনুশীলন ঠিকঠাক চললে দুই সপ্তাহ পর আনা হবে ব্যাটসম্যানদের।