রাঙ্গুনিয়ায় পানি দিবস পালিত

31

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশ্ব পানি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মুস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) (অপারেশন এন্ড মেইন্টেন্যান্স) জুয়েল দাশ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রমিজ উদ্দিন আহমদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রাশেদা বেগম, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত প্রমুখ।

রামগড়ে পানি দিবস পালিত

রামগড় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড উদ্যোগে পানি সবার অধিকার বাদ যাবেনা কেউ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১১ এপ্রিল বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন কার্যালয়ে এক আলোচনা সভার মধ্যে দিয়ে ইউএনও উম্মে ইসরাত সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ মামুন, উপজেলা প্রকৌশলী এলজিইডি কর্মকর্তা তন্ময় নাথ, প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান, শহর সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন, তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, রামগড় পানি উন্নয়ন বোর্ডের সদস্য সচিব দীভাংশু চাক্মা, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা, মোশারফ হোসেন প্রমুখ। রামগড় প্রতিনিধি