রাঙ্গুনিয়ায় কারিতাসের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

42

রাঙ্গুনিয়ায় বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের আর্থ-সামাজিক পূনর্বাসনের লক্ষে দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ উপজেলা সদরের ইছাখালি কারিতাস কার্যালয় মিলনায়তনে উপজেলা কৃষি ও মৎস্য কার্যালয়ের পরিচালনায় কারিতাস নিরাপদ অভিবাসন প্রকল্প প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কারিতাস নিরাপদ অভিবাসন প্রকল্পের প্রধান শ্যামল চন্দ্র মজুমদার। প্রশিক্ষণ শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারিতাসের মাঠ কর্মকর্তা জসিম উদ্দিন। বক্তব্য দেন কারিতাসের কর্মকর্তা গৌরি ভট্টাচার্য্য, লিটন বিশ্বাস, প্রকৌশলী তৌহিদুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে ১০ জন বিদেশ ফেরত প্রশিক্ষনার্থী অংশ নেন।

নিউজলেন্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় রাউজান জমিয়তুল মোদাররেসীন নিন্দা

রাউজান প্রতিনিধি

নিউজলেন্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাউজান জমিয়তুল মোদাররেসীন (মাদ্রাসা শিক্ষক সমিতি)। গত শনিবার উপজেলার মুন্সিরঘাটাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ নিন্দা জানানো হয়। সংগঠনের সভাপতি ও কদলপুর হামিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ হফেজ আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি এ.টি.এম আবদুল হাই, মাওলানা আবুল হাসেম, সাধারণ সম্পাদক মুফসিসর কাজী মুহাম্মদ ইউনচ রেজভী, অর্থ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন চৌধুরী, সহ সম্পাদক অধ্যাপক ওসমান গনি, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, হিসাব নিরীক্ষক মাওলানা নাসির উদ্দিন প্রমূখ। সভায় নিউজল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রীদের হামলায় ঘটনায় তীব্র নিন্দা ও শহীদদের জন্য দোয়া কামনা করা হয়। এছাড়াও সংগঠনের আওতাভুক্ত সকল মাদ্রাসায় সিলিবাস ভিত্তিক শিক্ষা ও তরবিয়তের উপর গুরুত্বারোপ করা হয়। এবং ২০১৮ সালের মেধাবৃত্তির পুরস্কার বিতরণী সভা আগামি ১৩ এপ্রিল করার সিদ্ধান্ত গৃহিত হয়।