রাঙামাটিতে পাল্টাপাল্টি কর্মসূচি

44

কাল শুক্রবার আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উদযাপনে রাঙামাটিতে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘আদিবাসী উদযাপন কমিটি’। উদযাপন কমিটির সমন্বয়ক ইন্দু লাল চাকমা ও সদস্য সচিব ইন্টুমনি চাকমার সার্বিক তত্ত¡াবধানে কাল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু অপরদিকে পার্বত্য চট্টগ্রামে কোন আদিবাসী নাই দাবি করে পাল্টা সভা সমাবেশের ঘোষণা দিয়েছে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে বাঙালি ছাত্র পরিষদ। সচেতন পার্বত্যবাসীর ব্যানারে আজ বৃস্পতিবার সকালে পৌরসভা চত্বর হতে একটি বিক্ষোভ সমাবেশ বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সচেতন পার্বত্যবাসী ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ নেতৃবৃন্দ বলেন, সরকারের ঘোষণামতে পাহাড়ে কোন আদিবাসী নাই। যেসব উপজাতিরা পাহাড়ে বসবাস করেন তারা সবাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। তারপরও জেএসএস প্রতিবছর বিভিন্ন ব্যানারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করছে। বাঙালি নেতৃবৃন্দ বলেন, পাহাড়ে উত্তেজনা ছড়িয়ে কেউ পরিস্থিতি গোলাটে করতে চাইলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মীর জাহেদুল হক রনি বলেন, শুনেছি পাহাড়িরা আদিবাসী দিবস পালন করবে। আবার পাহাড়ে কোন আদিবাসী নাই এই দাবি নিয়ে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে বাঙালি ছাত্র পরিষদ সমাবেশ করবে। তবে এসব নিয়ে কেউ পরিস্থিতি গোলাটে করতে চাইলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।