রাঙামাটিতে গুলি ও চাঁদার টাকাসহ আটক ৩

41

রাঙামাটিতে একে-৪৭ রাইফেলস এর গুলি ও চাঁদার টাকাসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার বিকালে শহরের বনরুপা ও নানিয়ারচর উপজেলা থেকে পৃথক অভিযানে জেএসএস মূল দল ও ইউপিডিএফ মূল দলের ৩ জনকে আটক করে যৌথবাহিনী। আটককৃতদের কোতোয়ালী ও নানিয়ারচর থানায় সোপর্দ করা হয়েছে।
সূত্র জানায়, শহরের বনরুপা এলাকায় অভিযান চালিয়ে গুলি, চাঁদা, চাঁদার রশিদবই ও মোবাইল সেটসহ সসুপ্রকাশ চাকমা (৫২) ও সুচিত রঞ্জন চাকমাকে (৪০) আটক করা হয়। অপর একটি অভিযানে নানিয়ারচর এলাকা থেকে বিমান খীসা ওরফে অনিমেষ চাকমাকে (৩৯) আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একে-৪৭ এর ৭ রাউন্ড গুলি, অবৈধভাবে আদায় করা চাঁদার টাকা, চাঁদা আদায়ের রশিদ বই ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রণি বলেন, শহরের বনরুপা থেকে একে-৪৭ এর ৭ রাউÐ গুলি, চাঁদার টাকা ও চাঁদা আদায়ের রশিদ বই এবং মোবাইল সেটসহ যৌথবাহিনী তাদের আটক করে থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করছে পুলিশ। আজ শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।