রাউজানে লক্ষাধিক শিক্ষক ও শিক্ষার্থীর মানবপ্রাচীর

83

শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবর্তে জঙ্গী তৎপরতায় উৎসাহ দেওয়া, মুনিরীয়া তরিকা পালনে বাধ্য করা, উপজেলা সদরে প্রকাশ্যে মাদ্রাসা শিক্ষার্থী নঈম উদ্দিন হত্যা, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ স্থানীয় সাংবাদিক ও বিশিষ্টজনদের বিরুদ্ধে অপপ্রচার, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলাসহ নানা অপকর্মের প্রতিবাদ এবং মুনির উল্লাহকে গ্রেপ্তার ও তার ফাঁসি দাবিতে মানবপ্রাচীর করেছে রাউজানের লক্ষাধিক শিক্ষক-শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার দুপুরে রাউজানজুড়ে ১৪ কলেজ, ৫৪ মাধ্যমিক বিদ্যালয়, ৩০ মাদ্রাসা ও ১৮৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে এ মানবপ্রাচীরে অংশ নেন।
এ সময় তারা মুনির উল্লাহ্কে জঙ্গীনেতা, ভন্ডপীর উল্লেখ করে তার ফাঁসি দাবি করে স্লোগান দেন। এছাড়া ব্যানার, প্লেকার্ড, ফেস্টুনসহ বিভিন্ন পোস্টারও প্রদর্শন করেন তারা। এতে বক্তারা বলেন, সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর শান্তির রাউজানে মুনিরীয়াদের অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না। মুনিরীয়ার জঙ্গী-সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
মানপ্রাচীর উপলক্ষে রাউজান আরআরএসি মডেল সরকারি হাইস্কুলে এক সমাবেশ প্রধান শিক্ষক মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। বক্তব্য রাখেন শিক্ষক অজিত কুমার বড়ুয়া, ফিরোজ আহমেদ, মো. ইলিয়াছ, শিবু কুমার চক্রবর্ত্তী, কাঞ্চন চক্রবর্ত্তী, বিপ্লব দাশ, মো. আলী, জসিম উদ্দিন, মোশারফ হোসেন চৌধুরী, শিপ্রা দে।
রাউজান মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, প্রতিষ্ঠানের সভাপতি শামসুল আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলী, সহকারী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আবদুল খালেক, ফিরোজ আহমেদ চৌধুরী, শাহানাজ আকতার, শারমিন রহমান, চন্দ্র নাথ ভট্টচার্য্য, শাহ আলম, মো. মহসিন, খোন্দকার নেছারুল হক, গোলাম মোরশেদ, ফারহানা নাসরিন, মো. ইউসুফ, মঈন উদ্দিন, নাসির উদ্দিন, রফিকুল হাসান, মো. সিরজুদ্দৌলা, মো. ইব্রাহিম, আশিষ চৌধুরী, খোন্দকার মো. আলী, সৈয়দা নাজমুন নাহার, জান্নাতুল নাঈম নাঈমা, আলী হায়দার, রোকেয়া বেগম, আব্দুল আউয়াল সুমন, লোকমান হাকিম।
রমজান আলী হাটে মানববন্ধন ও সমাবেশ করেছে রাউজান আর্যমৈত্রেয় ইনস্টিটিউট। প্রধান শিক্ষক কাঞ্চন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মাদল বাবুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন, সুমন কল্যাণ বড়ুয়া, প্রভেশ বড়ুয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইসহাক ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, ফোরকান মেম্বার।
বিনাজুরী স্কুল এন্ড কলেজের উদ্যোগে মরহুরম শফিকুল ইসলাম চৌধুরী সড়কে মানবন্ধন ও সমাবেশ অধ্যক্ষ অমর কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি এ কে এম মনজুর মোরশেদ। শিক্ষক সৈয়দ আবদুল্লাহ রশিদী ও দিপক কান্তি চৌধুরীর সঞ্চালয়নায় বক্তব্য রাখেন গভর্নিং বডি সদস্য রবীন্দ্রলাল চৌধুরী, প্রভাষ সরকার, যুবলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ, আনোয়ার হোসেন, ইউপি সদস্য মো. রাশেদ, শিক্ষক সুরেশ কান্তি নাথ, মুকুল কুমার ভট্টচার্য্য, সুকান্তি বড়ুয়া, উজ্জল বড়ুয়া, অঞ্জন চক্রবর্তী, মো. আবু বক্কর ও অঞ্জন চক্রবর্তী প্রমুখ।