যুক্তির সিঁড়ি বেয়ে খুঁজতে হবে সমাধানের পথ

66

বিভিন্ন সমস্যা সমাধানে সঠিক যুক্তিই হতে পারে একমাত্র আশ্রয়। যুক্তির সিঁড়ি বেয়ে খুঁজতে হবে সমাধানের পথ। সেন্ট্রাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় ও রাউজান উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ‘যুক্তিতে মুক্তি আসে, এগিয়ে যাবো এ বিশ্বাসে’ এই স্লোগানে রাউজানের ২৪টি স্কুল ও মাদরাসার অংশগ্রহণে ৪র্থ আন্তঃস্কুল-মাদরাসা বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার এসব কথা বলেন।
গতকাল শনিবার রাউজান ফজলুল কবির চৌধুরী অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের প্রধান পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম চৌধুরী রানার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা। স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম। সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক প‚র্বকোণের সহ-সম্পাদক ডেইজি মওদুদ, দৈনিক আজাদীর সহ-সম্পাদক মো. খোরশেদ আলম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ফ্ল্যামিংগো ট্যুরস এন্ড ট্রাভেল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ গণি নয়ন, এফবিসিসিআই এর সদস্য মো. মঈনুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ব্যাংকিং এন্ড ইন্স্যুরন্সে বিভাগের সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী সোহেল। বিচারকের দায়িত্ব পালন করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মুন্না মজুমদার, চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাফিদ ফারহান ও দৃষ্টি চট্টগ্রাম এর সদস্য অভিষেক পাল। উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, অর্থ সম্পাদক তারেক হাসান, শাহরিয়ার হাসান সাকিব, আবু বকর আরাফাত, মোহাম্মদ রিফাত, ওমর ফারুক মনি প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম রাউন্ডের প্রথম বিতর্কে ‘রাষ্ট্রের কঠোর পদক্ষেপ নয়, পারিবারিক সচেতনতাই পারে যুব সমাজকে মাদক থেকে দ‚রে রাখতে’ বিষয়ের উপর রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের বিপক্ষে জয়লাভ করে সুলতানপুর উচ্চ বিদ্যালয়, ২য় বিতর্কে ‘দুর্নীতি রোধে সরকার অপেক্ষা গণমাধ্যম বেশি কার্যকর’ বিষয়ে অংশগ্রহণ করে রাউজান আর আর এ সি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে জয়লাভ করে বিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজ, ৩য় বিতর্কে ‘পরিবেশ দ‚ষণ রোধে জাতিসংঘ আজ অনেকটাই ব্যর্থ’ বিষয়ে নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে জয়লাভ করে গহিরা এ.জে.ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং প্রথম রাউন্ডের সর্বশেষ বিতর্কে ‘তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি উন্নয়ন অপরিহার্য’ বিষয়ে অংশগ্রহণ করে এয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে জয়লাভ করে রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার জনপ্রিয় পত্রিকা দৈনিক পূর্বদেশ।