মেয়র প্রার্থীদের গণসংযোগ

44

 

নৌকার সমর্থনে চাদঁগাওয়ে গণসংযোগ :
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য দিলোয়ারা ইউসুফ। নগরীর চাদঁগাওয়ে গত ২২ জানুয়ারি গনসংযোগকালে বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহন করেন। গনসংযোগকালে দিলোয়ারা ইউসুফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসিকে একজন যোগ্য লোক উপহার দিয়েছেন। এতে চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে বিপুল ভোটে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিতে হবে।
নৌকার পক্ষে উপক‚লীয় সমিতির প্রচারণা :
আগামী ২৭ জানুয়ারী উক্ত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা এবং ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড প্রার্থী জহুর লাল হাজারীকে মিষ্টি কুমড়া মার্কায় ভোট দিয়ে অন্যান্য বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জনগণের প্রতি আহব্বান জানানো হচ্ছে। ২০ ও ২১ জানুয়ারী বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে নৌকা মার্কার লিফলেট ও আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলরদের ভোটের জন্য পথে পথে পথ সভা করা হয়। শহরস্থ উপকূলীয় সমিতির সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপকূলীয় সমিতির উপদেষ্টা সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও আটাব চট্টগ্রাম জোনাল কমিটির চেয়ারম্যান ও উপকূলীয় সমিতির উপদেষ্টা জনাব মোঃ আবুল কাশেম, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানা আওয়ামী লীগ নেতা ও চকবাজার নরসিংহ আঁখেড়ার সাধারণ সম্পাদক রাজেন কান্তি দত্ত, উপকূলীয় সমিতির সাধারণ সম্পাদক নজির আহমদ চৌধুরী। মুরাদনগর আওয়ামী লীগ নেতা আবু বক্কর, যুবলীগ নেতা আবদুল আজিজ ইমন, লালদিঘী হোটেল শ্রমিক লীগ নেতা আরমান হোসেন, জাতীয় পার্টি মহানগর নেতা নীলকমল সুশীল প্রমুখ।
ধানের শীষের সমর্থনে নাগরিক ঐক্য পরিষদের প্রচারণা :
নগরবাসীর সেবক, চসিক নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদপ্রার্থী জননেতা ডা. শাহাদাত হোসেনের সমর্থনে চট্টগ্রাম নগরীর পৌর জহুর হকার্স মার্কেট, সানমার, সেন্টার প্লাজা, ইউনেস্কো, আমিন সেন্টারসহ আশপাশের শপিংমলে চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদ প্রতিনিধি দলের ২য় পর্বের প্রচারণা। চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদ সদস্য সৌরভ প্রিয় পাল, সাজ্জাদ হোসেন খাঁন এর যৌথ নেতৃত্বে প্রচারণায় আরো উপস্থিত ছিলেন নারীনেত্রী জান্নাতুল নাঈম রিকু, এডভোকেট ফরিদা আক্তার, রওশন আরা বেগম, ফরিদা ইয়াসমিন, বেগম তাহেরা মহরম, শাহনাজ চৌধুরী রিনা, জান্নাতুল সায়রা, নিলুফার ইয়াসমিন, মইনুদ্দিন খান রাজীব, মো. হানিফ, কিং মোতালেব, সুব্রত আইচ, মোরশেদ, রাশেদ, ইব্রাহিম, আরশে আজিম আরিফ তাসলিমা আক্তার মনি, খাদিজা বেগম প্রমুখ।
নৌকা মার্কার সমর্থনে মহানগর যুবলীগের প্রচারণা :
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিমের নৌকা মার্কার সমর্থনে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে নন্দীরহাট উত্তর পাড়া, পশ্চিমপাড়া প্রচারণা করেন মহানগর যুবলীগ নেতা মো. শাহেদুল আলম। এ সময় যুবলীগ নেতৃবৃন্দ আগামী ২৭ শে জানুয়ারি উন্নয়নের প্রতীক বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিমকে নৌকা মার্কায় ভোট প্রদানের আহব্বান জানায়। এসময় প্রচারণায় উপস্থিত ছিলেন মো. আলাউদ্দীন, মোহাম্মদ রানা, মোহাম্মদ মঈনউদ্দীন, মোহাম্মদ হাসান, মোঃ আরিফ, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ মোস্তফা, মোরশেদ, মো. পারভেজ, মোহাম্মদ বাবু প্রমুখ।
নৌকার সমর্থনে দিলোয়ারা ইউসুফের গণসংযোগ :
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য দিলোয়ারা ইউসুফ। নগরীর চাদঁগাওয়ে গত শুক্রবার গনসংযোগকালে বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহন করেন। গনসংযোগকালে দিলোয়ারা ইউসুফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসিকে একজন যোগ্য লোক উপহার দিয়েছেন। এতে চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে বিপুল ভোটে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিতে হবে। রাউজান প্রতিনিধি।
নৌকার সমর্থনে জাতীয় পার্টির গণসংযোগ :
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী বলেছেন জাতীয় পার্টির সমর্থনে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বেকারত্ব কমেছে। রাস্তা, ব্রিজ, টানেল, রেলপথ সৃমদ্ধ হচ্ছে, মানুষের জীবনমান উন্নত হয়েছে। দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে, পদ্ধা সেতু দৃশ্যমান হয়েছে। তাই আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও জাতীয় পার্টি সমর্থিত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে চট্টগ্রামের চলমান উন্নয়নের অগ্রযাত্রা ত্বারান্বিত করতে তিনি নগরবাসীর প্রতি উদাত্ত আহব্বান জানান। তিনি ২২ জানুয়ারি বিকাল ৩ টা থেকে নৌকার সমর্থনে নগরীর ফতেয়াবাদ বালুছাড়া অক্সিজেন, শেরশাহ্, ছিন্নমূল, বটতলী, মুরাদপুর, বেবী সুপার এলাকায় গণসংযোগকালে সমবেত জনসাধারণের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেননগর যুব সংহতির সদস্য সচিব ও নগর জাপা সাংগঠনিক সম্পাদক আবছার উদ্দীন রনি, নগর তরুণ পার্টির আহব্বায়ক রেজাউল করিম রেজা, নগর শ্রমিক পার্টির সদস্য সচিব হারুনুর রশিদ, নগর যুগ্ম আহব্বায়ক এম আজগর আলী, যুব সংহতির যুগ্ম আহব্বায়ক কায়সার হামিদ মুন্না, এম এ শুক্কুর, ওসমান গণি, জাপা নেতা নীল কমল সুশীল, ছাত্রনেতা সুমন বড়ুয়া, বাপ্পি আহমেদ প্রমুখ।
ডা. শাহাদাত হোসেনের সমর্থনে বাইন্ডিং শ্রমিক দলের গণসংযোগ :
চসিক মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেনের সমর্থনে জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক দলের পক্ষে দেওয়ানবাজার, মাষ্টার পুল, ঘাটফরহাদবেগ, খলিফা পাট্টি এলাকায় গণসংযোগ করেন। সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় শ্রম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আলহাজ্ব এ.এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক আলহাজ্ব আবদুল মান্নান, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, মোজাম্মেল হক মিন্টু, রুবেল চৌধুরী, আশু মনির, মহিউদ্দিন, কফিল, বেলাল, খলিফা পাট্টি দর্জি শ্রমিক দলের সভাপতি মোঃ হাসেম, কোতোয়ালি থানার দর্জি শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল, সহ-সভাপতি আকবর, বাইন্ডিং শ্রমিক দলের নেতা মোঃ মনিরুজ্জামান, আল আমিন, কবির, ইউছুপ, বাবুল প্রমুখ।
রামপুর ওয়ার্ডে নৌকা মার্কার গণসংযোগ :
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নৌকা মার্কায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে ২৫নং রামপুর ওয়ার্ডে গণসংযোগ করেন মহানগর ছাত্রলীগের উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন ফরহাদ। এ সময় উপস্থিত ছিলেন রামপুর ওয়ার্ড ছাত্রলীগ নেতা জাবেদ রহিম মুন, আবুল কালাম আজাদ, সাইফ উদ্দিন রিফাত, রিয়াদ হোসেন, ওয়াহাব রিপন, নাহিদ অনিক, মোহাম্মদ প্রিন্স, মোহাম্মদ ইরফান, আমজাদ আলী মানিক, মোহাম্মদ আফজাল, নাজমুল হক রাহাত, জুনায়েদ সজীব, মোহাম্মদ ফারদিন, আরাফাত, মোঃ সাদমান, মোহাম্মদ পাবেল, মোহাম্মদ সিয়াম, মো. ইমন প্রমুখ
যুবলীগ নেতা-কর্মীদের সভা :
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী’কে নৌকা প্রতীকে বিজয় করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সাথে ৯,১০,১১,১২,১৩,১৪,২৪,২৫,২৬ ওয়ার্ড যুবলীগ নেতা-কর্মীদের করনীয় নির্ধারনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগ্রাবাদ কনভেনশন সেন্টারে বিকাল ৩ টায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বদিউল আলম বদি। যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও চসিক নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব শহিদুল হক চৌধুরী রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, মহানগর আ’লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চূ। প্রধান বক্তা ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও চসিক নির্বাচন পরিচালনা কমিটি উপদেষ্টা মন্জুর আলম শাহীন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, মহানগর যুবলীগের আহব্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম-আহŸায়ক যথাক্রমে দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহাবুবুল হক সুমন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের আ’লীগের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী শেখ জাফরুল হায়দার চৌধুরী। বক্তব্য রাখেন, নগর যুবলীগের সদস্য আকবর হোসেন, বেলায়েত হোসেন বেলাল, মাসুদ রেজা, শহিদুল ইসলাম মুুকবুল, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, রতন মলি­ক, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিক, দেলোয়ার হোসেন দেলু, আজিজ উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান মুজিব, আফতাব উদ্দিন রুবেল, আলাউদ্দিন আলো, আসিফ মাহমুদ।
পাহাড়তলীতে স্বতন্ত্র মেয়র প্রার্থী খোকন চৌধুরীর গণসংযোগ :
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৃণমূল এনডিএম’র চেয়ারম্যান খোকন চৌধুরী নগরীর ৯নং উত্তর কাট্টলী ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। গত ২০ জানুয়ারি গণসংযোগকালে তিনি লিফলেট বিতরণের মধ্যদিয়ে হাতি প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং সর্বসাধারণের দোয়া কামনা করেছেন। গণসংযোগকালে মেয়র প্রার্থী খোকন চৌধুরী বলেন, মেয়র নির্বাচিত হলে সমম্বিত প্রয়াসে নগরবাসীর সকল প্রকার দুর্ভোগ দূর করা হবে। তিনি বন্দরনগরীকে উন্নত চট্টগ্রামে রূপ দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নগরবাসীকে তিনি হাতি প্রতীকে ভোট দিয়ে মেয়র পদে জয়ী করার জন্য আহবান জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন ডা. প্রণব চৌধুরী, সেলিম উল্লাহ, রূপন কুমার দাশ, আসমা বেগম, মনি বেগম, মোহাম্মদ টিপু, সুলতানা রূপা, দুলাল নাথ, যীশু নাথ, প্রবীর চৌধুরী, অনিক মল্লি­ক, প্রসেনজিৎ দে, সঞ্জয় দাশ, মোহাম্মদ টিটু, সাগর দাশ, বাসু দাশ প্রমুখ।
বন্দর এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ :
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নৌকা মার্কায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বন্দর এলাকার ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড, ৩৭ নং মুনির নগর ওয়ার্ড, ৩৮নং ওয়ার্ডে গণসংযোগ করেন বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াস। এ সময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীঘ নেতৃবৃন্দ।
নৌকার পক্ষে প্রচারে শ্রমিক নেতা আবুল হোসেন :
চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু বলেছেন, ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীর বিজয় নিশ্চিত হলে চট্টগ্রাম একটি আধুনিক, বাণিজ্য ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত হবে। প্রচার অভিযানটি আান্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে চেরাগী পাহাড়, মোমিন রোড, বৌদ্ধ মন্দির, এনায়েত বাজার, জুবিলী রোড, আমতল, নিউ মার্কেট ঘুরে দারুল ফজলস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।
এ গণমিছিলে আরো উপস্থিত ছিলেন আবদুল মালেক, সাবের আহমদ, ফরিদুল আলম, কামাল উদ্দিন বাদল, জামাল উদ্দিন লিটন, শাহজাহান ভুইয়া, আশীষ চৌধুরী, জাফর আহমদ, নাসির উদ্দিন, মো. ফরিদ, মাহবুব শিপন, আনোয়ার হোসেন দুলাল, রফিকুল ইসলাম, মো. ইলিয়াছ, আবদুল হাকিম, মো. বোরহান, আমিরুল ইসলাম সানু, আবদুল মান্নান টিটু, হুমায়ন কবির আকাশ, আবদুল লতিফ, নুরুল ইসলাম, সমীরুল ইসলাম তুহিন, মো. আলাউদ্দিন, বোরহান, আরিফ উদ্দিন, ফরহাদুল হাসান মোস্তফা, মিজানুর রহমান, জয়নুল আবেদীন, মো. ইব্রাহিম, আলী হোসেন, মো. সাত্তার, রাব্বী খান সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।