মুনিরীয়া তবলীগকে ক্ষমা চাইতে আল্টিমেটাম

165

মুনিরীয়া যুব তবলীগ কমিটির উগ্র সদস্যদের দ্বারা মুক্তিযোদ্ধা শফিকুল আনোয়ার ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের উপর হামলার ঘটনায় রাউজানজুড়ে চলছে বিক্ষোভ। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ছাড়াও বেশ কিছু সংগঠন প্রতিবাদ সভা, মানববন্ধন ও সমাবেশ করে যাচ্ছে।
গতকাল বুধবার সকালে রাউজান সরকারি কলেজ ছাত্রলীগ সমাবেশ, দুপুরে চট্টগ্রাম মোটর মালিক সমিতি মানববন্ধন, জলিল নগরে সমাবেশ ও সন্ধ্যায় ঘটনাস্থল রাউজান ইউনিয়নে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশ ও মানববন্ধনে বক্তারা হামলাকারী মুনিরীয়া যুব তবলীগের উগ্র সদস্যদের গ্রেপ্তারে প্রশাসনের উদাসীনাতায় উদ্বেগ প্রকাশ করেন। ঘটনায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির উর্ধ্বতন নেতৃবৃন্দকে প্রকাশ্যে লিখিত ক্ষমা প্রার্থনার জন্য বলা হয়। এতে তাদের আরো ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় আওয়ামী লীগের মাধ্যমে দেশের সব জায়গা থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাউজান কলেজ ছাত্রলীগের মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি আরমান সিকদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ। রাউজান মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন ছৈয়দ হোসেন কোম্পানি। বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম চৌধুরী, বশির উদ্দিন খান, জমির উদ্দিন পারভেজ, সাইফুল ইসলাম চৌধুরী রানা। পরে রাউজান সদর ইউনিয়নের রমজান আলী হাটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সাইফুল ইসলাম চৌধুরী রানা, আহসান হাবিব চৌধুরী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলমগীর আলী, পৌর কাউন্সিলর এডভোকেট দিলিপ চৌধুরী, পৌরসভা আ.লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, কাউন্সিলর জানে আলম জনি, আজিজুল হক কোম্পানি, জসিম উদ্দিন চৌধুরী, আবদুল লতিপ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী, দিপলু দে দিপু, আবু সালেক, এম. মাসুদুল আলম, এসএম লিটন, জামাল উদ্দিন, খোরশেদ, সুমন, এনামুল হক এনাম, ইউপি সদস্য জহির উদ্দিন, মো. ফোরকান, সাহাবুদ্দিন, ইকতিয়ার উদ্দিন, প্রভাত পাল কালু, প্রবেশ বড়–য়া, সাইফুদ্দিন সাবু, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী।