মিসরে চিকিৎসকদের ওপর ধরপাকড়

19

মিসরে করোনা নিয়ে মুখ বন্ধ রাখতে চিকিৎসকদের ওপর ধরপাকড়ের অভিযোগ উঠেছে। চিকিৎসকদের পাশাপাশি তালিকায় রয়েছেন সাংবাদিকরাও। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে দেশটিতে করোনার প্রাদুর্ভাবের পর থেকে এ পর্যন্ত অন্তত ১০ জন চিকিৎসক ও ছয় জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। অন্য স্বাস্থ্যকর্মীদেরও মুখ না খুলতে শাসিয়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, কর্তৃপক্ষ তাদের মুখ বন্ধ রাখা কিংবা শাস্তির মুখোমুখি হওয়া; এ দুইয়ের মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে বলেছে।
সম্প্রতি মিসরের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখার পর একজন চিকিৎসককে গ্রেফতার করা হয়। সুরক্ষা সরঞ্জামের ঘাটতি নিয়ে অনলাইনে পোস্ট করার পর একজন ফার্মাসিস্টকে তার কাজ থেকে প্রত্যাহার করা হয়েছে। করোনাভাইরাসের অফিসিয়াল পরিসংখ্যান জানতে চাওয়ার পর দেশটির একজন সম্পাদককে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।