ব্রাজিলকে ন্যাটোর সদস্যপদ দিতে চান ট্রাম্প

24

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্রাজিলকে ন্যাটো সদস্য পদ দেওয়ার বিষয়ে তিনি খুবই জোরালো চিন্তা-ভাবনা করছেন। এর পাশাপাশি লাতিন আমেরিকার অন্য মিত্র দেশগুলোকে নিয়েও একই রকম চিন্তা করা হচ্ছে। মঙ্গলবার হোয়াইট হাউসে ব্রাজিলের উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট জায়ির বোলসোনারোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নিজের এমন মনোভাবের কথা জানান ট্রাম্প।তিনি বলেন, আমি প্রেসিডেন্ট বোলসোনারোকে বলেছি যে, আমরা ব্রাজিলকে ন্যাটোর বাইরের গুরুত্বপূর্ণ সদস্যের মর্যাদা দিতে চাই। তবে যদি আপনারা মনে করেন তাহলে ন্যাটোর সদস্যপদও দেওয়া হবে।
ট্রাম্প বলেন, ব্রাজিলের সঙ্গে আমাদের চমৎকার মিত্রতা রয়েছে। এর আগে এমন সম্পর্ক কখনও ছিল না। ব্রাসিলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়াবে ওয়াশিংটন। ব্রাজিল থেকে মহাকাশ যান উৎক্ষেপণের বিষয়ে দেশটির সঙ্গে শিগগিরই চুক্তির কথাও বলেন ট্রাম্প। গত রবিবার বোলসোনারো যুক্তরাষ্ট্র সফরে যান। বোলসোনারো ব্যক্তিগতভাবে ট্রাম্পের নীতির অনুসারী হিসেবে পরিচিত। সূত্র: পার্স টুডে।