বোয়ালখালী-রাউজান আগুনে পুড়েছে দুই বসতঘর

25

বোয়ালখালী ও রাউজানে পৃথক অগ্নিকান্ডে দুই বসতঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
সারোয়াতলীতে গতকাল সকাল পৌনে ১১টায় ৯নং ওয়ার্ডের উত্তর কঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটী রঞ্জন বড়–য়া। তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আবুল মনসুর ও আবু জাফরের ৮ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অপরদিকে রাউজান কদলপুরে এক অগ্নিকান্ডের ঘটনায় এক বসতঘরের ৬ লক্ষ টাকার সম্পদ পুড়ে যায়। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার ফকির শাহ্ কাজি বাড়ির মৃত নুর মোহাম্মদের পুত্র মুহাম্মদ আবদুল জব্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। রান্নাঘর থেকে আগুন লেগে এ ঘরের আসবাবপত্র ও সকল কিছু পুড়ে নিঃশেষ হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ লক্ষ টাকা হতে পারে। ফায়ার সার্ভিস আসার আগেই এলাকার জনসাধারণ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী জানান, পুড়ে যাওয়া ঘরের মালিক সর্বস্ব হারিয়েছে। তিনি এলাকার বিত্তবানদের প্রতি তাকে সহায়তার জন্য আহবান জানান।