বৈশাখ

33

সাদা কালোয়
আঁকতে তোমায় কে শেখালো
অপূর্ব এই ছবি?
মুখ তুলে সে
বলল আমায় ওই যে তিনি
আমার প্রিয় কবি!

স্বপ্ন জাগা
গানের কলি কে শেখালো
গাইতে মধুর সুরে?
তাও চেনো না
যার গানে রোজ ফুল ফোটে ঐ
সোনালি রোদ্দুরে!

করছি পুজো
ঠাকুর তিনি আমার মনের
শুনতে পাও না ডাক?
নাচছে বাতাস
আম-মুকুলে কৃষ্ণচূড়ায়
এসেছে বৈশাখ।