বেগম

20

মাঘের শীতে ঠকঠকিয়ে
কাঁপছে হরিণ, সিংহ,
ব্যগ্র হয়ে ব্যাঘ্র বলে
এলো কীসব দিন গো!

চতুর্দিকে হিম-কুয়াশা
যায় না দেখা সূয্যি,
খিদেয় পেট জ্বলছে বলে
শিকারটা তো খুঁজছি ।

স্বীকার করি মাঘের দাপট
তার সে মেজাজ-মনকে,
এক নিমেষেই কাঁপিয়ে দিল
বিশাল সোঁদরবনকে ?

বাদশা হয়ে কাজ কি আমার
সিংহাসনে বসতে !
মাঘ-ই না হয় বেগম সাজুক
আমাদের এই গোষ্ঠে।