বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দাদের বাঙালি নারী জাগরণের সাহসিকা

46

চটগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোদা মাস্টার দা সুর্যসেনের সহযোদ্ধা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৮৭তম আত্মহুতি দিবস উপলক্ষে বীরকন্যা প্রীতিলতা বাঙালি নারী জাগরণের বাতিঘর শীর্ষক এক স্মরণালোচনা সভা সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে গত ২৩ সেপ্টেম্বর নগরীর কদম মোবারক স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মো. কামাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন শিক্ষিকা ও সংস্কৃতি কর্মী সালমা জাহান। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কবি আশীষ সেন, সংস্কৃতি কর্মী ইন্দিরা চৌধুরী, শিক্ষিকা রুমা বিশ্বাস, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, বিপ্লব দাশ গুপ্ত, সংগঠনের সহ-সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, পূর্বার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী প্রীতম দাশ, সাংস্কৃতিক সংগঠক প্রণব রাজ বড়িয়া, সংস্কৃতি কর্মী নিলয় দে, সায়েদুর রহমান দুলাল, সকিনা বেগম, হাজেরা খাতুন, সুমন চৌধুরী, নারায়ন দাশ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার একজন মহান দেশপ্রেমিক সাহসী নারী হিসেবে দেশমাতৃকার জন্য জীবন বির্জন দিয়ে বাঙালি জাতিকে ঋণী করেছেন। মাস্টার দা সুর্যসেনের সহযোদ্ধা হিসেবে সেদিন নিজ জীবন বিসর্জন দিয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা থেকে আজও আমরা প্রেরণার রাস্তা খোঁজে পাই। তিনি বলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার একজন সুশিক্ষিত শিক্ষক হিসেবে সেদিন মাস্টার দা সুর্যসেনের আহব্বানে সাড়া দিয়ে বৃটিশদের বিরুদ্ধে দেশকে স্বাধীনতার স্বপন বুনন করেছিল এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করে আমাদেরকে চিরকালের জন্য সাহসের ঠিকানা দিয়ে গেছেন। বিজ্ঞপ্তি