বিজয় ৭১’র ফ্রি হেলথ ক্যাম্প

56

মহান মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয় ৭১ ও সম্মিলিত মুক্তিযোদ্ধার সন্তান এর যৌথ উদ্যোগে অদ্য ৯ই আগস্ট সকাল ১১ টায় স্থানীয় ডিসি হিল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা, ব্লাড গ্রুপিং ও ডায়বেটিস পরীক্ষার ফ্রি চিকিৎসা কর্মসূচি পালিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শোকবহ আগস্ট পালনের মহান ব্রতে ব্রতি হয়ে সংগঠনদ্বয় উক্ত কর্মসূচি পালন করেন। বিজয় ৭১’র পৃষ্ঠপোষক সাংবাদিক সুজিত কুমার দাশের সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফ্ফার আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, ড. জিনবোধি ভিক্ষু, ভানুরঞ্জন চক্রবর্ত্তী, নারী নেত্রী শাহিদা আক্তার জাহান, রেখা আলম চৌধুরী, খন্দকার লতিফুর রহমান আজিম, বিজয় ৭১’র সভাপতি সজল চৌধুরী, সম্মিলিত মুক্তিযোদ্ধার সন্তান পরিষদের কেন্দ্রীয় আহব্বায়ক লায়ন ডা. আর.কে. রুবেল, এডভোকেট নীলু কান্তি দাশ নীলমনি, অমর কান্তি দত্ত, সজল দাশ, ওসমান সরোয়ার, রিংকু ভট্টাচার্য্য, আসিফ ইকবাল, জনি বড়ুয়া প্রমুখ।
সভায় উদ্বোধক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন-ভাল কাজের মধ্যে জীবনের সার্থকতা নিহীত। বিজয় ৭১ তাদের কল্যাণমূলক ও গঠনমূলক কাজের মধ্যদিয়ে চট্টগ্রামে ইতিমধ্যে একটি মর্যাদাশীল সংগঠনে পরিণত হয়েছে। আজকে তাদের এ মানবিক ও জনসচেতনতামূলক কর্মকান্ড দিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়নের কাজে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়ি-ঘর আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দেন। চিকিৎসা সেবা প্রদান করেন ডা.অপূর্ব ধর, ডা. এস.কে. পাল সুজন, ডা. শান্তা দাশ, ডা. আঁখি দত্ত, ডা. প্রণব মজুমদার, ব্লাড গ্রুপিং করেন ডা. মোঃ ইসহাক, এরফানুল হক মিনু, নাউরিন ডেজি, সহযোগিতায় ছিলেন নুরজাহান আক্তার ফলি ও সমীরন পাল। বিজ্ঞপ্তি