বিএসআরএম কারখানায় গলিত লোহায় মৃত্যু শ্রমিকের

25

চট্টগ্রামে বিএসআরএম’র একটি কারখানায় গলিত লোহায় দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জে বিএসআরএম’র কারখানায় ওই দুর্ঘটনায় আরও চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
নিহত শ্রমিকের নাম মোহাম্মদ কাশেম (২৭)।
দগ্ধরা হলেন- গিয়াসুদ্দিন (২৪), নুর হোসেন (৩০), মহিউদ্দিন (২৮) ও নজরুল ইসলাম (২৯)।
জোরারগঞ্জ থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, শ্রমিকরা কাজ করার সময় গলিত লোহা ছিটকে পাঁচ শ্রমিকের গায়ে পড়ে। দ্রুত তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দগ্ধ পাঁচ শ্রমিককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে কাশেম মারা যান।
দগ্ধ চারজনের অবস্থাও আশংকাজনক বলে চিকিৎসকেদর বরাত দিয়ে তিনি জানান।
হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক রফিক উদ্দিন আহমেদ জানান, চারজনই ৬০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছেন। বিডিনিউজের খবর