বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী

12

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে অষ্টম শ্রেণি এক ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালেন উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার দুপুরে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম। এ সময় তাকে সহযোগিতা করেন ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার ও ইউপি সদস্যরা।
ইউএনও মো. শাহিদুল আলম জানান, সরকার নির্দেশিত বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে গড়দুয়ারার এজি গার্লস ইসলামিক একাডেমির অষ্টম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে বিয়ে দেয়া হচ্ছে। খবর পেয়ে দ্রæত কনের বাড়িতে গিয়ে তা বন্ধ করা হয়। এ সময় বাল্যবিয়ে পড়ানো হবে না বলে কনের অভিভাবকের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেয়া হয়।