বান্দরবান সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ

76

বান্দরবান প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবানে স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় বান্দরবানে স্থানীয় কর্মরত সংবাদকর্মীদের কোন ধরনের সৌজনত্যবোধ দেখায়নি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি। উদ্বোধনী খেলায় দু’দলের খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত বসার স্থান, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের পর্যাপ্ত বসার স্থান রাখা হলেও বান্দরবান জেলার সাংবাদিকদের বসার জন্য কোন স্থান নির্ধারণ করা হয়নি। শুধু তাই নয় ছবি ও ফুটেজ নিতে গেলেও বাফুফের কর্মকর্তারা জেলার সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে।
বাফুফের এক কর্মকর্তা শহীদুল ইসলাম লিমন বান্দরবানের সাংবাদিকদের মাঠ থেকে বের হয়ে চলে যেতে বলেন এবং ছবি ও ফুটেজ নিতে বাধা প্রদান করেন। বান্দরবানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে এই ধরনের বাজে ব্যবহার দেখে উপস্থিত দর্শকরাও হতভম্ব হয়ে পড়ে। বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক বলেন, মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এর এই আয়োজন বান্দরবানে শুরুর দিন সংবদকর্মীদের সাথে এমন আচরণ করা ঠিক হয়নি। পেশাগত কাজে সংবাদকর্মীদের সহযোগিতা করা সকলের দায়িত্ব।