বান্দরবানে শিক্ষকসহ নতুন করে ৪ জন করোনা আক্রান্ত

13

বান্দরবানে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। রবিবার এক শিক্ষকসহ আরো ৪জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫জনে। নতুন আক্রান্তদের মধ্যে বান্দরবান সদরে ১ জন, লামা উপজেলায় ১জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকসহ ২জন করোনা আক্রান্ত হন।
স্বাস্থ্য বিভাগ জানায়, রবিবার বান্দরবান জেলায় নতুন করে ৪ জন করোনা আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে বান্দরবান সদরে ১জন, লামায় ১ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলাতে ২জন আক্রান্ত হয়েছে। তবে আক্রান্তদেরকে আইসোলশনে নিয়ে আসা হচ্ছে। এই নিয়ে বান্দরবানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৩৫ জন, তার মধ্যে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯জন।
জেলা সিভিল সার্জন ডা. অং সুই প্রূ মার্মা বলেন, বান্দরবানে নতুন করে আরো ৪জন করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্তদের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় যারা আক্রান্ত হয়েছে তাদেরকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আইসোলেশনে নেয়ার জন্য বলা হয়েছে।