বাঁশখালীতে ছাত্রলীগ নেতার উপর হামলা

27

বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মামুন সজীব জয় (২৮) কে মারধর করা হয়েছে। নির্বাচন পরবর্তী আক্রোশের শঙ্কা প্রকাশ করে দেয়া ফেসবুক স্ট্যাটাসের তিনদিনের মধ্যেই তিনি হামলার শিকার হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় আহত মামুনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
হামলায় আহত মামুন সজীব জয় জানান, উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে কাজ করায় পরাজিত প্রার্থীর ইন্ধনে তার সমর্থকরা পেছন থেকে চাঁদপুর বাজারে অতর্কিত হামলা করেছে। আমার বুকে এবং মাথায় জখম হয়েছে।
খবর পেয়ে আমরা পরিবারের লোকজন ছুটে আসলে তারা আমার মোবাইলটা ভেঙে ফেলে এবং পকেটে থাকা চার হাজার ২০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আমি এ ঘটনায় মামলা করবো।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন পূর্বদেশকে বলেন, ‘পুকুরিয়ার ঘটনার বিষয়ে শুনেছি। আমার কাছে এখনো কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি। রাতেই এজাহার নিয়ে থানায় (গতরাতে) আসবে বলে শোনা যাচ্ছে। এজাহার হাতে পেলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে’।