বই আলোচনা

118

ঝুমঝুমি
সানজিদা সাজু

ছোটদের পত্রিকা ‘ঝুমঝুমি’র নভেম্বর ২০১৯ সংখ্যা প্রকাশিত হয়েছে সম্প্রতি। শায়লা রহমান তিথি’র সম্পাদনায় চমৎকার সজ্জিত ঝুমঝুমি’র শুরুতেই প্রতিবারের মতো ‘চির নতুন পুরনো লেখা’য় এবার যতীন্দ্র মোহন বাগচী’র বিখ্যাত ‘কাজলা দিদি’ কবিতাটি স্থান পেয়েছে। ‘ফড়িঙ ছানার কাÐ’ ও ‘দ্বিতীয় দৃশ্য’ গল্প দু’টো লিখেছেন যথাক্রমে খ্যাতনামা শিশুসাহিত্যিক আলী ইমাম ও বাদল সৈয়দ। শিশুসাহিত্যিক হুমায়ুন কবির ঢালী’র মুক্তিযুদ্ধের ধারাবাহিক কিশোর উপন্যাস এর দ্বিতীয় পর্ব প্রকাশিত হলো এবার। যথারীতি ‘রূপকথার ঝুমঝুমি’তে মাহফুজুর রহমান এর মজার লেখার এবারের শিরোনাম ‘কাকের বাড়িতে সাপ’। চমৎকার অথচ সংক্ষেপে শেরপুর জেলার নামকরণের ইতিহাস ‘শেরপুর জেলা’র পরিচিতি লিখেছেন, বিলু কবীর। ‘এসো বই পড়ি’ বিভাগে হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী গন্থটির সল্পপরিসরে পরিচিতিমূলক আলোচনা লিখেছেন মুজিব রাহমান। চমৎকারভাবে তুলে ধরা হলো ‘বাংলার ফুল’ পরিচিতিতে রয়েছে মোকারম হোসেন লিখিত ‘রাজ অশোক’ ফুলকে। পদ্য লিখেছেন চিত্ত রঞ্জন দেবনাথ। উদ্দীপনের উদ্যোগে শিশুদের সৃজনশীল চর্চা বিভাগে একঝাঁক ছোট্টমনিদের ছড়া কবিতা পদ্য প্রকাশিত হয়েছে। তারা হলো,ইফতিখারুল আলম মাহিন, ইফতিখার ইসলাম শাহী, রশিদা আকতার রিফা, আরিশা ফেরদৌস, তৌহিদা আকতার (মিতু)। এই বিভাগে ‘অচেনা বন্ধু’ শিরোনামের একমাত্র গল্পটি লিখেছে বৃষ্টি দে। এ ছাড়া প্রকাশিত হয়েছে উদ্দীপনের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯ উদযাপনের সচিত্র খবরও। চমৎকার দুই ছোট্ট বন্ধু’র আঁকা ছবি প্রকাশিত হয়েছে। ঝুমঝুমি’র এ সংখ্যার প্রচ্ছদ করেছেন সম্পাদক শায়লা রহমান তিথি নিজেই। ঝরঝরে চমৎকার এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো ঝুমঝুমি’র এ সংখ্যার দাম মাত্র ৪০ টাকা।

কথন
সাবরিনা মমতাজ

জাতীয় শিশু কিশোর মাসিক পত্রিকা ‘কথন’ অক্টোবর নভেম্বর ২০১৯ সংখ্যা বের হলো। এ সংখ্যার মূল প্রতিপাদ্য রচনা হচ্ছে শিশু সাহিত্যিক রমজান আলী মামুনকে নিয়ে। লিখেছেন প্রবন্ধ শিশু সাহিত্যিক ও সাংবাদিক বিপুল বড়–য়া, ভোরের শিশির স্নাত এক জীবন কাব্যের নাম। শিশু সাহিত্যিক এমরান চৌধুরী। সাহিত্যাকাশের উজ্জ্বল নক্ষত্র। লিখেছেন কবি ও প্রাবন্ধিক সাঈদুল আরেফীন। স্মৃতির মনিকোঠায়: ফারুক হাসান। তাছাড়া ছড়া কবিতা লিখেছেন চৌধুরী গোলাম রব্বানী, সৈয়দ খালেদুল আনোয়ার। কেশব জিপসী, গোলাম নবী পান্না, বাসুদেব খাস্তগীর, সোহেল মাহমুদ, সনজিত দে। মানজুর মোহাম্মদ, জসীম মেহবুব, দীপক বড়–য়া, আহমদ টিকু, এনায়েত রসুল, ওমর ফারুক নাজমুল, রাসু বড়–য়া, সুফিয়ান আহমদ চৌধুরী, আ.শ.ম. বাবর আলী, এয়াকুব সৈয়দ, উৎপলকান্তি বড়–য়া, আবুল হোসেন আজাদ। সুখময় চক্রবর্তী, শফী সুমন, মিজানুর রহমান শামীম, সুসেন কান্তি দাশ, আল জাবিরী, সুজন সাজু, সাজিদ মোহন, ইমরান পরশ, মিলন বণিক, গাজি আবু হানিফ, গাজী আবু হানিফ, সুজিত মন্ডল ও আসিফ আহমদ প্রমুখ।
তাছাড়া গল্প লিখেছেন শামীম শিকদার, সালাম হাসেমী, সায়েন্স ফিকশন, আখতারুল ইসলাম, রূপকথা লিখেছেন, জ্যোতির্ময় মল্লিক। নিবন্ধ- অনার্য আমিন, পর্যটন বিষয়ক, আফছার উদ্দিন লিটন।
ঝকঝকে প্রচ্ছদ করেছেন, সোহাগ পারভেজ এবং পরিচ্ছন্ন ছাপা ৩ ফর্মা এবারের সংখ্যাটি সংগ্রহে রাখার মতো ‘কথন’ যথারীতি বের হয় ফারুক হাসান সম্পাদিত। ১০১, নিউ ইকবাল মার্কেট, টেরিবাজার, চট্টগ্রাম-৪০০০ থেকে। দাম রাখা হয়েছে ৩০ টাকা মাত্র। আমরা কথনের বহুল প্রচার কামনা করি।