বইমেলায় ‘অক্ষরে অমরতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

3

কলম একাডেমি লন্ডন কর্তৃক অমর একুশে বইমেলা-২০২৪ সিআরবি (শিরিষ তলা) একুশ মঞ্চে ‘অক্ষরে অমরতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন, কবিতা পাঠ, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা গত ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি কবি করুণা আচার্যের সভাপতিত্বে বাংলাদেশ টেলিভিশনের স্বনামধন্য সংবাদ পাঠিকা কোহিনুর শাকি ও আবৃত্তি শিল্পী প্রতিমা বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ভিডিও কনফারেন্সে (ভার্সুয়াল) কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক কবি, শিক্ষাবিদ, গবেষক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, প্রধান আলোচক ছিলেন কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মাদ কামরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ২০২৪ একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড. জিনবোধি ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন ফারুক ও আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মো. রোমান, কবি ও গবেষক এবিএম ফয়েজ উল্লাহ, দৈনিক আজাদীর ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী, কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক কুতুবউদ্দিন বখতেয়ার, উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, ফজলুল কাদের, আরিফুর রহমান আরিফ, এড. সুসেনকান্তি দাশ, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ কায়েদে আজম, সহ সাহিত্য সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, কবি আরিফ চৌধুরী, অধ্যক্ষ সেলিমমুজ্জামান, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি ফরহাদ হোসেন পলাশ প্রমুখ। বিজ্ঞপ্তি