ফরম পূরণের দাবি অকৃতকার্যদের ভাঙচুর

49

পটিয়ায় কলেজ ভাঙচুর করেছে ক্ষুব্দ অকৃতকার্য একদল শিক্ষার্থী। পটিয়া উপজেলার মুজাফফরাবাদ কলেজে এইচএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) শিক্ষার্থীরা ফরম পূরণের সুযোগ দেয়ার দাবিতে গতকাল সোমবার দুপুরে কলেজে ভাঙচুর, বিক্ষোভ ও লাঠিসোঠা নিয়ে ব্যাপক শোডাউন দেয়। পরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, পটিয়া উপজেলার মুজাফরবাদ কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের শেষ তারিখ ছিল গতকাল সোমবার। এ কলেজে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের নিয়মিত ১৪৪ জন, অনিয়মিত ১৫০ জনসহ মোট ২৯৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় ফরম পূরণের সুযোগ পায়। এদিকে নিয়মিত ও অনিয়মিত মোট ১০৬ জন পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ফরম পূরণ করতে পারে নি। গতকাল সোমবার ফরম পূরণে ব্যর্থ শতাধিক শিক্ষার্থী কলেজে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে এবং কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের আইসিটি ভবনে ভাঙচুর ও লাঠিসোঠা নিয়ে শোডাউন দিতে থাকে। এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ আবু সৈয়দ জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগের জসিমুল বশর, শাহাদাত হোসেন, মানবিক বিভাগে আবদুল আলীম এ আন্দোলনের নেতৃত্ব দেয়। পরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবারে অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় ৩৯৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে। যারা আন্দোলন করছে তারা দুইয়ের অধিক বিষয় এমনকি অনেকে সব বিষয়ে অকৃতকার্য হয়েছে। তারা আন্দোলনের নামে কলেজে ভাঙচুর ও লাঠিসোঠা নিয়ে শোডাউন দিয়েছে। এ ধরনের ঘটনার আশঙ্কায় আমরা পটিয়া থানাকে গত ১৫ ডিসেম্বর লিখিত অভিযোগ করেছিলাম। ঘটনা শুরুর পর আমরা পুলিশকে খবর দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পটিয়া থানার উপ পরিদর্শক বাসু দেবনাথ জানান, আন্দোলনের নামে কিছু শিক্ষার্থী উশৃৃঙ্খলতা করার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।