ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু, বিক্ষোভ

18

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আবদুল্লাহ (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভূজপুর থানাধীন মির্জারহাট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ উক্ত বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং সে নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর এলাকার সওদাগর বাড়ির প্রবাসী মো. আশরাফুল ইসলামের ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার জানান, ‘ক্লাস শুরু হওয়ার ১৫ মিনিট আগে বিদ্যালয়ে নির্মিতব্য ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ তারের সাথে স্পর্শ হলে তার মৃত্যু হয়। সে বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র’।
এদিকে ঘটনার পরপরই বিদ্যুৎ বিভাগ ও বিদ্যালয় কর্তৃপক্ষকে দোষারোপ করে বিক্ষোভ প্রদর্শন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন ও উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব ঘটনাস্থলে যান। কারো অবহেলা কিংবা কোনো অনিয়ম রয়েছে কিনা তারা তা খতিয়ে দেখার আশ্বাস দেন তারা।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আবদুল্লাহ বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করি। তারা যথাযথ বিচারের আশ্বাস পেয়ে শান্ত হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে’।