প্রথমদিন স্পট লাইসেন্স দিল ২৬১ রিক্শার

52

রিক্শার স্পট লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল মঙ্গলবার সকালে নগর ভবন চত্বরে এ কর্মসূচি শুরু হয়। প্রথমদিনেই ২৬১টি রিকশার লাইসেন্স প্রদান করেছে সিটি কর্পোরেশন।
এ উপলক্ষে অনুষ্ঠানে বক্তরা বলেন, এ কার্যক্রমের ফলে অবৈধ রিকশা চিহ্নিত করা সহজ হবে। যানজটমুক্ত সুন্দর পরিচ্ছন্ন নগর গড়তে অবৈধ রিকশা ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করা জরুরি। কারণ এ ধরনের যানবাহনের কারণে মানুষের কর্মঘণ্টা নষ্ট এবং জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এসময় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, প্রধান পরিদর্শক জয়নাল আবেদীন ও চট্টগ্রাম মহানগরী রিকশা মালিক পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া উপস্থিত ছিলেন। চসিক সূত্র জানিয়েছে, প্রথমদিনে ২৬১টি রিকশাকে স্পট লাইসেন্স প্রদান করা হয়েছে। তন্মমধ্যে দেওয়ান বাজার ওয়ার্ডে ৮৫টি, এনায়েত বাজার ওয়ার্ডে ৮৭টি ও আন্দরকিল্লা ওয়ার্ডে ৮৯টি রিকশার লাইসেন্স প্রদান করে ২৬ হাজার ১শ টাকা আদায় করা হয়।