পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তিতে শীঘ্রই কাজ শুরু

26

বান্দরবানে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে বান্দরবান জেলা পরিষদ কার্যালয়ে ভ‚মি বিরোধ নিষ্পত্তি কমিশনের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক। একই সময় কমিশনের অস্থায়ী কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাহাব উদ্দিন, বোমাং সার্কেল চীফ (রাজা) উচপ্রূ, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, রাঙ্গামাটির চাকমা রাজার প্রতিনিধি জুয়ামলিয়ান আমলাই উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধানে খুব শীঘ্রই কমিশনে জমা পড়া বিরোধগুলোর নিষ্পত্তির কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পার্বত্য ভ‚মি বিরোধ নিস্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারউল হক।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তির জন্য এই কমিশন কাজ করে যাবে আর এতে কারো আতঙ্কিত হবার কোন কারণ নেই। জমা পড়া দরখাস্তগুলোর সঠিক তদারকরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবিতে বান্দরবান জেলা পরিষদের মূল ফটকে পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মীরা ভূমি কমিশনের চেয়ারম্যানের গাড়ি অবরোধ করে রাখে। তারা রাস্তার দুপাশে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে সকাল থেকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে কমিশনের চেয়ারম্যানের আশ্বাসের প্রেক্ষিতে নেতাকর্মীরা অবস্থান ধর্মঘট থেকে সরে দাঁড়ায় এবং ভূমি কমিশনের চেয়ারম্যানকে পার্বত্য নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা একটি স্মারকলিপি প্রদান করেন।
বক্তরা পার্বত্য শাসনবিধি ও শান্তি চুক্তি বিতর্কিত ধারা সমূহ বাতিলের দাবী জানিয়ে বলেন, নতুন করে পার্বত্য চট্টগ্রাম ভূমি নিষ্পত্তি আইন কমিশন বাস্তবায়ন করতে হবে। নতুন আইন বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগ্রামে শান্তি বিরাজ করবে এবং ভ‚মি নিয়ে বিরোধ নিষ্পত্তি হবে।