পাঁচ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

55

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, নিষিদ্ধ লাচ্চা সেমাই, ওজনে কারচুপি, বাসি খাবার বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল শুক্রবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক প্রিয়াংকা দত্ত, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযানে সহযোগিতায় ছিলেন এপিবিএন-৯।
মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের জানান, অভিযানকালে বায়েজিদ এলাকার চিটাগাং স্টোরকে বিক্রয় নিষিদ্ধ মধুবন লাচ্ছা সেমাই রাখায় ২ হাজার ৫০০ টাকা জরিমানাসহ ২৮ প্যাকেট সেমাই ধ্বংস করা হয়। অক্সিজেন মোড়ের মক্কা খাজা হোটেলকে জিলাপি তৈরিতে হাইড্রোজ ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানাসহ প্রায় ৫০০ গ্রাম হাইড্রোজ ও ১০ কেজি জিলাপি ধ্বংস করা হয়। একই এলাকার বাগদাদ হোটেলকে বাসি খাদ্যপণ্য রাখায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ওজনে কারচুপি করায় বটতল বাজারের মাংস বিক্রেতা গিয়াস উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানাসহ বাটখারা আটক করা হয়। একই এলাকার ওমর ফারুক হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে হাইড্রোজ ব্যবহার করে জিলাপি ও পোড়া তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরির জন্য ১০ হাজার টাকা জরিমানাসহ প্রায় পাঁচ কেজি জিলাপি ধ্বংস করা হয়।