পশ্চিম বাকলিয়া উপ-নির্বাচন

121

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ সকাল ১১ টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ছয় প্রার্থীর সাথে মতবিনিময় সভা করবেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও আগামী ২১ ও ২২ জুলাই ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান পূর্বদেশকে বলেন, ২৫ জুলাই উপ-নির্বাচনের জন্য প্রস্তুতির অংশ হিসেবে নানা কার্যক্রম চলছে। প্রার্থীরাও প্রচার-প্রচারণায় ব্যস্ত। বুধবার (আজ) প্রার্থীদের সাথে মতবিনিময় করা হবে। ২১ ও ২২ জুলাই ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে।
নির্বাচন অফিস সূত্র জানায়, ১৭টি ভোটকেন্দ্রের ১২৪টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ৪৯ হাজার ৭৮২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৭৩৩ জন ও নারী ২৬ হাজার ৪৯ জন। ১৭ জন প্রিজাইডিং কর্মকর্তা, ১২৪ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২৪৮ জন পোলিং কর্মকর্তা ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন।
উপ-নির্বাচনে প্রতীক পাওয়া ছয় প্রার্থীই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন অলিগলি, পাড়া-মহল্লায় ঢুঁ মেরে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। প্রার্থীরা হলেন- মো. মাসুদ করিম টিটু (রেডিও), মোহাম্মদ শহিদুল আলম (ঘুড়ি), একেএম আরিফুল ইসলাম (মিষ্টি কুমড়া), মো. শফি (লাটিম), শাহেদুল ইসলাম (টিফিন ক্যারিয়ার) ও শেখ নায়েম উদ্দীন (ঠেলাগাড়ি)।
এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনের দিন জেলার আরো চারটি ইউনিয়ন পরিষদের আওতাধীন ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের ৪নং সাধারণ ওয়ার্ড, হাটহাজারীর মেখল ইউনিয়নের ৯নং সাধারণ ওয়ার্ড, বোয়ালখালীর সরোয়াতলী ইউনিয়নের ৫নং সাধারণ ওয়ার্ড ও বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের ২নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ওয়ার্ডের ছয়টি ভোটকেন্দ্রের ৩৮টি কক্ষে ১৪ হাজার ৫০৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়াও সীতাকুÐ বাঁশবাড়িয়া ইউপির ২নং সংরক্ষিত ওয়ার্ড, রাউজানের বিনাজুরী ইউনিয়নের ৩নং সাধারণ ওয়ার্ড, চিকদাইর ইউনিয়নের ৮নং সাধারণ ওয়ার্ড, হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের ৯নং সাধারণ ওয়ার্ড, সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ৯নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচনে প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে না।
চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান পূর্বদেশকে বলেন, ‘জেলার নয়টি ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পাঁচটি ওয়ার্ডে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ায় চারটিতে নির্বাচনে হবে। নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।’