পটিয়ায় বরকে দুই মাস কারাদন্ড

30

পটিয়ায় কম বয়সে বিয়ে করতে যাওয়া এক বরকে দুই মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কনের বয়স ১৮ বছর হলেও বরের বয়স ২১ বছরের নিচে। এ কারণে বিয়ের প্রস্তুতিকালে পটিয়ায় ঋষু সর্দার (২০) নামের ওই বরকে দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে বিয়ের প্রস্তুতিকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমদ সানি অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করে দেন এবং কারাদন্ডের আদেশ দেন। এ সময় বরের সাথে বিয়ের পিঁড়িতে বসার অপরাধে কনে পম্পী সর্দারকেও (২৪) আটক করা হয়। পরে তাকে প্রাপ্ত বয়স হওয়ায় পিতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের বাসিন্দা নিতাই সর্দারের পুত্র ঋষু সর্দারের সঙ্গে পার্শ্ববর্তী ধলঘাট ইউনিয়নের গৈড়লা এলাকার পম্পী সর্দারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পম্পী গৈড়লা এলাকার পিন্টু সর্দারের কন্যা। তারা দুইজনে তথ্য গোপন করে প্রথমে আদালতের মাধ্যমে কোর্ট ম্যারেজ করেন। সামাজিকভাবে বাল্য বিয়ের প্রস্তুতির সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাব্বির আহমদ সানি খবর পেয়ে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার বিধান মিত্র জানান, কনে প্রাপ্ত বয়স্ক হলেও বরের বয়স ২১ বছর পূর্ণ না হওয়ায় বরকে ২ মাসের কারাদÐ দেওয়া হয়েছে এবং কনেকে পিতার জিম্মায় দেওয়া হয়েছে।